নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান
SSS EXAM MCQ PREPARATION
ACCOUNTING
আলহামদুলিল্লাহ্! ছাত্র জীবনে একজন ছাত্র-ছাত্রীর নবম-দশম শ্রেণীতে মূলত হিসাব বিজ্ঞান শেখার গোড়াপত্তন হয়।
তাই, বিষয়টি একটু ভীতিকর মনে হয়। এই ভীতিটি দূর করতে হলে বেশি বেশি পড়ার বিকল্প নেই। কারণ, যত পড়বে, ততই এর ভেতরের বিষয় অনুধাবন সহজ হবে।
নবম ও দশম শ্রেণী তথা SSC Exam এর হিসাববিজ্ঞান নিয়ে এই পোস্টগুলিতে হিসাব বিজ্ঞানের মৌলিক তথ্য ভরপুর থাকছে। এ তথ্যগুলো মাথায় থাকলে হিসাব বিজ্ঞানের অনেক উত্তর দেয়া সম্ভব হবে।
আল্লাহ তাআলার অশেষ রহমতে নবম-দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য কিছু তৈরি করা এবং তা উপস্থাপন করতে পেরেছি এই জন্য ভালো লাগছে।
পরবর্তীতে এই নৈর্বত্তিক পোস্টগুলো আরও উন্নত করা হবে এবং সেই উন্নত করার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সে জন্য, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের মতামত, পরামর্শ সাদরে গৃহীত হবে।
সূচিপত্র
My Blog: Bangla eBook Download
Leave a Reply