সবাইকে শুভেচ্ছা জানিয়ে নবম-দশম শ্রেণীর হিসাববিজ্ঞানঃ এসএসসি নৈর্ব্যত্তিক পরীক্ষা প্রস্তুতিঃ একাদশ অধ্যায় পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য এর বহুনির্বাচনী বা নৈর্ব্যত্তিক সাজেশন লিখতে যাচ্ছি। আশা করি নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য উপকারী হবে।
আর হ্যাঁ, ইউনিভার্সিটি এডমিসন পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয়ে প্রস্তুতিতেও এই পোস্ট টি হেল্পফুল হবে। বই পড়তে চাইলে ঘুরে আসতে পারেন Bangla Books PDF থেকে।
নবম-দশম শ্রেণীর হিসাববিজ্ঞানঃ এসএসসি নৈর্ব্যত্তিক পরীক্ষা প্রস্তুতিঃ অধ্যায় একাদশ
পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য
- পণ্যের ক্রয়মূল্য বলতে বোজায়- পণ্যের প্রকৃত দাম ও ক্রয়সংক্রান্ত প্রত্তক্ষ খরচ।
- যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে তাকে বলে প্রত্যক্ষ খরচ।
- প্রত্যক্ষ খরচের উদাহরণঃ পণ্যের বহন খরচ, পণ্য ক্রয়, মজুরি, শুল্ক ইত্যাদি।
- পরোক্ষ খরচের উদাহরণঃ বেতন, বিজ্ঞাপন, বাড়ি ভাড়া, কমিশন, অফিস খরচ, ষ্টেশনারী, বিক্রয় পরিবহণ ইত্যাদি।
- যেসকল খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, তাকে বলে পরোক্ষ খরচ।
- পণ্যের বিক্রয়মূল্য হতে মোট মুনাফা বাদ দিলে তাকে বলা হয়- বিক্রীত পণ্যের মূল্য।
- বিক্রয়কৃত পণ্যের পরিবহণ খরচকে বলা হয়- বহির্মুখী বহন।
- বিক্রয়মূল্য নিরূপণ করা হয়- মোট ব্যয়ের সাথে লাভ যোগ করে।
- কোন পণ্য উৎপাদন বা অর্জন ও সেবা প্রদানের জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাকে বলা হয়- কষ্ট(cost)
- কোন পণ্য বা সেবা প্রদান করতে বা সৃষ্টি করতে যে খরচ হয় তাকে বলে- উৎপাদন ব্যয়
- পণ্যের ক্রয়মূল্যের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে পাওয়া যায়- মোট উৎপাদন ব্যয়।
- প্রত্যক্ষ কাঁচামালসমূহঃ বই উৎপাদনে কাগজ, আসবাবপত্র তৈরিতে কাঠ, কাপড়ের জন্য সুতা, চট উৎপাদনে পাট, চিনির জন্য আখ, সুতা উৎপাদনের জন্য তুলা।
- পরোক্ষ কাঁচামালসমূহঃ শার্ট তৈরির জন্য সুতা ও বোতাম, আসবাবপত্র তৈরিতে পেরেক, জুতা তৈরিতে আঠা ইত্যাদি।
- কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়ঃ পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানার বিদ্যুৎ খরচ, যন্ত্রপাতির অবচয় ইত্যাদি।
- প্রশাসনিক উপরিব্যয়ঃ অফিসের বেতন, অফিস ভাড়া, আপ্যায়ন খরচ, আসবাবপত্রের অবচয়, মনিহারি খরচ, টেলিফোন খরচ, বিদ্যুৎ খরচ ইত্যাদি।
- বিক্রয় উপরিব্যয়ঃ বিক্রয় দোকান ভাড়া, বিক্রয়কারীর বেতন, শো-রুমের খরচ, বিজ্ঞাপন, বহিঃপরিবহণ খরচ, অনাদায়ী পাওনা, ভ্রমন খরচ ইত্যাদি।
- প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি + প্রত্যক্ষ খরচঃ মুখ্য ব্যয়।
- মোট ব্যয় + কারখানা উপরিব্যয়ঃ উৎপাদন ব্যয়।
- উৎপাদন ব্যয় + অফিস ও বিক্রয় উপরিব্যয়ঃ মোট ব্যয়।
- মোট ব্যয় + মুনাফাঃ বিক্রয় মূল্য।
- হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য হলো- প্রকৃত লাভ-লোকসান নির্ণয় করা।
- ‘Cost’ শব্দটির অর্থ- ব্যয়।
- ‘Finished Goods’ অর্থ- বিক্রয় উপযোগী পণ্য/ তৈরিকৃত পণ্য।
- ‘Feasibility Study’ অর্থ- সম্ভাব্যতা যাচাই।
- উৎপাদন ব্যয়ে হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো- উৎপাদন ব্যয় নির্ণয় করা।
My Blog: Bangla Book
Leave a Reply