নবম-দশম শ্রেণীর হিসাববিজ্ঞানঃ এসএসসি নৈর্ব্যত্তিক পরীক্ষা প্রস্তুতিঃ প্রথম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি

হিসাব শব্দের অর্থ, কোন বিষয় সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য। আর ‘বিজ্ঞান’ শব্দের অর্থ কোন রহস্য সম্পর্কে ‘বিশেষ জ্ঞান’। তাই, হিসাববিজ্ঞান শব্দের অর্থ দাড়ায়, হিসাব তথ্যের বিজ্ঞান। যে সুনির্দিষ্ট ও বিজ্ঞানসম্মত নিয়ম-কৌশল অবলম্বন করে অর্থনৈতিক ঘটনা বা লেনদেন শনাক্ত করে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ ও কালান্তে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ফলাফল নির্ণয় করে সংশ্লিষ্ট পক্ষের নিকট সরবরাহ করা হয়, তাকে হিসাববিজ্ঞান বলে।   হিসাবরক্ষণ শব্দটির ইংরেজি প্রতিশব্দ Book-Keeping। শাব্দিক অর্থে book অর্থ  বই এবং keeping অর্থ সংরক্ষণ। সুতরাং, ‘বুককিপিং’ এর শাব্দিক অর্থ দাড়ায়, বই সংরক্ষণ।   তবে ব্যবসায়ীক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বলতে হয়, বুক(book) অর্থ, হিসাবের বই ও কিপিং এর অর্থ সুষ্ঠু, সহজ, ও সু-শৃঙ্খলভাবে সংরক্ষণ। সহজ কথায়, হিসাবরক্ষণ এর অর্থ হলো, সুষ্ঠু, সহজ ও সুশৃঙ্খলভাবে হিসাবের বই সংরক্ষণ।   কারণ, ব্যবসায় করতে গেলে নানা ধরনের লেনদেন করতে হয়। যেমন, পণ্য ক্রয়, বিক্রয়, ভাড়া দেয়া ইত্যাদি। এ সমস্ত লেনদেনগুলো সুষ্ঠু, সহজ এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণের রীতিনীতি শিখানোই হিসাবরক্ষণের মূলকাজ।

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

নবম-দশম শ্রেণী/SSC EXAM PREPARATION

হিসাববিজ্ঞান

প্রথম অধ্যায়ঃ হিসাববিজ্ঞান পরিচিতি

MCQ HELPLINE

 

  • আর্থিক লেনদেন লিপিবদ্ধকরন ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে হিসাববিজ্ঞান।
  • হিসাববিজ্ঞান যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণীবিভাগ করে এবং ব্যাখ্যা করে।
  • হিসাববিজ্ঞান হলো সেই শাস্ত্র যার দ্বারা আর্থিক কার্যাবলী সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়।
  • হিসাববিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা।
  • হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ।
  • হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন লুকা প্যাসিওলি।
  • লুকা প্যাসিওলি ছিলেন- দার্শনিক/ ধর্মযাজক/ গণিতশাস্ত্রবিদ
  • “সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ গ্রন্থের রচয়িতা ছিলেন- লুকা প্যাসিওলি।
  • দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল ইতালিতে।
  • প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে।
  • যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা সম্ভব।
  • ব্যবসায়ের গতি প্রকৃতি বোঝা যায় লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে।
  • বিভিন্ন উৎস হতে কর, ভ্যাট, শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল অর্থ রাজস্ব হিসাবে আদায় করে সরকার।
  • পেশাজীবীদের( ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন আয়কর নির্ধারণের জন্য।
  • হিসাব তথ্যের ব্যবহারকারীকে ভাগ করা যায় দুই ভাগে। যথা-
    • অভ্যন্তরীণ ব্যবহারকারী
    • বাহ্যিক ব্যাবহারকারী
  • হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যাবহারকারী মালিক ও ব্যবস্থাপক।
  • হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যাবহারকারী ঋণপ্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা।
  • জবাবদিহীমূলক প্রক্রিয়া ও স্বচ্ছ দায়িত্ববোধ গড়ে তোলা যায় আর্থিক লেনদেনগুলো যথার্থভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে।
  • নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই হচ্ছে জবাবদিহিতা।
  • ICAB– Institute of Charted Accountant in Bangladesh
  • IMAB– Institute of Management Accountant in Bangladesh
  • CPA– Certified Public Accountant
  • CA– Certified Accountant

নবম দশম শ্রেণীর বা SSC MCQ Examinationa  Preparation এর জন্য এই ছিল এই পোস্ট এর আয়োজন। আশা করছি সবার নিকট তা গ্রহণযোগ্য ও উপকারী হবে।   বিঃ দ্রঃ এগুলো University Admission এর ক্ষেত্রেও অনেক উপকারে আসবে। তো! হিসাববিজ্ঞান বিষয়ে পরীক্ষা প্রস্তুতি চলুক অবিরাম! 🙂

Welcome To My Blog: Bangla Book Download PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *