জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইনে যে সকল আবেদনকারীর Invalid Roll Number প্রদর্শিত হয়েছে তাদের ক্ষেত্রে Blank Form এ আবেদন সম্পর্কিত জরুরী নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নোটিশটি হুবুহু নিচে তুলে দেওয়া হলোঃ
২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষবর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইনে যে সকল আবেদনকারীর
Invalid Roll Number প্রদর্শিত হয়েছে সে সকল আবেদনকারীকে আগামী ১৬ সেপ্টেম্বর
২০১৪ তারিখ থেকে অনলাইনে Blank Form এ আবেদন করার সুযোগ দেয়া হবে৷ Blank Form এ আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীকে অনলাইনে Apply Now (masters) গিয়ে
চাহিদামত সঠিক তথ্য প্রদান করতে হবে৷ ভুল তথ্যসহকারে আবেদন ফরম পূরণ করা হলে জাতীয়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল করার অধিকার সংরক্ষণ করে৷
দৃষ্টি আকর্ষণ
সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে Blank Form এ প্রাথমিক আবেদনকারীর সকল তথ্য (সার্টিফিকেট ও
মার্কশীট অনুযায়ী) যাচাই করে নিশ্চয়ন করার জন্য অনুরোধ করা হলো৷ কোন আবেদনকারীর তথ্যে
অসংগতি পাওয়া গেলে তার আবেদন ফরমটি নিশ্চয়ন না করে অবিলম্বে ডীন, স্নাতকোত্তর শিক্ষা,
প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত জানতে এখনে ক্লিক করুন ।
Leave a Reply