পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধীনে জুলাই-ডিসেম্বর সেশনে মাস্টার্স ও এমবিএ কোর্সে ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
আগ্রহী ছাত্র-ছাত্রীদের চলতি বছরের ১ লা জুলাই তারিখের মধ্যে পোস্টগ্রাজুয়েট স্টাডিজ এর ডিন বরাবর প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদন করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ আবেদনকারীকে অনার্স লেভেলে কমপক্ষে সিজিপিএ ২.৫, এবং সংশ্লিষ্ট বিষয়ে ২.৭৫ থাকতে হবে। ভর্তির জন্য যোগ্য ছাত্র-ছাত্রীদের তালিকা প্রকাশ করা হবে ৬ জুলাই। যোগ্য ছাত্র-ছাত্রীদের ভর্তি ৭ ও ৮ জুলাই। ক্লাস শুরু হবে ৯ জুলাই থেকে।
Leave a Reply