ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের “খ” ইউনিটের প্রশ্নের সমাধান

du-logo2-150x150

ঢাকা বিDUশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের “খ” ইউনিটে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, শুভেচ্ছা নিও। আজ ১৯/০৯/২০১৪ তারিখ হয়ে গেলো তোমাদের ভর্তি পরীক্ষা। তোমরা হয়তো এখন বেশ টেনশন এর মধ্যে আছো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত একটু মানষিক চাপে কাটবে তোমাদের সময়। তোমরা অনেকেই হয়তো এখন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছো। তোমাদের সুবিধার্থে আমি এই মাত্র তোমাদের প্রশ্নপত্রের সমাধান করে উঠলাম। সেই সমাধান করা প্রশ্নটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের উপকারে আসবে আমার সমাধান করা এই প্রশ্নপত্রটি।

প্রথমেই বলে রাখা দরকার সময়ের স্বল্পতার কারণে প্রশ্ন পত্রটি এখন ছবি আকারে আপলোড করলাম। সম্ভব হলে পরে টাইপ করে আবারো পোস্ট করবো।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার “খ” ইউনিটের প্রশ্নের সমাধান

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক কর ।

**যে সকল প্রশ্নের ক্ষেত্রে ২টা গোল দেওয়া সেগুলা ওই দুইটার মধ্যে উওর হবে। ঢাবি যেটা নিবে সেইটায় সঠিক উত্তর বলে গণ্য হবে।

তাহলে আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক সমাধানগুলোঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের “খ” ইউনিটের প্রশ্নের সমাধান

লেখকের পরিচয়ঃ মোঃ রিফাত হাসান আপন

সমাজ বিজ্ঞান বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

২০১০-১১ শিক্ষাবর্ষ





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*