চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) স্নাতক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ – চুয়েট ভর্তি সার্কুলার ২০১৯-২০ – চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে চুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ১২ অক্টোবর ২০১৯ নির্ধারণ করা হয়েছে।
ভর্তিতে শুধু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং MCQ পদ্ধতির কোন প্রশ্ন থাকবে না। ভর্তির জন্য লিখিত পরীক্ষা ১০টা থেকে বেলা ১ টা,মোট ৩ ঘন্টা এবং মুক্তহস্ত অংকন একই দিন বিকাল ২:৩০ টা থেকে ৪:৩০টা, মোট ২ ঘন্টা অনুষ্ঠিত হবে।
চুয়েট ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যা ২০১৯-২০:
Dept. of Civil Engineering | 130 | |
Dept. of Water Resources Engineering | 30 | |
Dept. of Mechanical Engineering | 180 | |
Dept. of Petroleum & Mining Engineering | 30 | |
Dept. of Mechatronics and Industrial Engineering | 30 | |
Dept. of Computer Science & Engineering | 130 | |
Dept. of Electrical & Electronics Engineering | 180 | |
Dept. of Electronics & Telecommunication Engineering | 60 | |
Dept. of Urban & Regional Planning | 30 | |
Dept. of Architecture | 30 | |
Biomedical Engineering | 30 | |
Material Science And Engineering | 30 | |
Nuclear Engineering | 30 | |
Tribal Quota | 11 | |
890 |
সর্বমোট ৮৯০টি আসন। এ ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ০১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টি সহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। ভর্তির জন্য অন্য কোন ধরণের আসন সংরক্ষিত নেই।
চুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০১৯-২০ঃ বিজ্ঞপ্তি দেখুন
চুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন ২০১৯-২০ঃ বিজ্ঞপ্তি দেখুন
চুয়েটে ভর্তি পরীক্ষার ফল পাবেন এই লিংকে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে চুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুনঃ https://www.cuet.ac.bd/admission
Leave a Reply