কবিতা- শেখ মুজিবুর রহমান

By Sifat Viper

Updated on:

Advertisements

যতদিন থাকিবে এ বাংলায় আকাশ সুবিশাল,

ততদিন তুমি থাকিবে বেঁচে -শেখ মুজিবুর রহমান   ।

যতদিন পর্যন্ত নদীর পানি হবে প্রবাহমান,

ততদিন পর্যন্ত  তুমি থাকিবে বেঁচে- শেখ মুজিবুর রহমান।  

যতদিন পর্যন্ত এ বাংলা থাকিবে বাংলা সবুজের সমারোহে,

ততদিন পর্যন্ত তুমি  থাকিবে বেঁচে-শেখ মুজিবুর রহমান।   

যতদিন পর্যন্ত এ বাংলায় চলিবে কোকিলের সরেলা গান,

ততদিন তুমি থাকিবে বেঁচে -শেখ মুজিবুর রহমান  । 

যতদিন এ বাংলায় থাকিবে লাল সবুজের পতাকা

ততদিন তুমি থাকিবে বেঁচে  -শেখ মুজিবুর রহমান।  

 

Leave a Comment