ঈদ মোবারক পিকচার শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস 2025 । আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা নিন আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে। লেখাপড়া বিডির প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ আল মামুন আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের এই পোস্টে আমরা ঈদ মোবারক পিকচার 2025 , ঈদের শুভেচ্ছা মোবারক 2025, শুভেচ্ছা বার্তা, ঈদের স্ট্যাটাস লেখা সহ বিস্তারিত তুলে ধরেছি। চাঁদ দেখার উপর নির্ভর করে ২০২৫ সালের ঈদ উল ফিতর ৩১ মার্চ ২০২৫ তারিখ (সোমবার ) অনুষ্ঠিত হবে এবং ঈদ উল আযহা – তারিখ অনুষ্ঠিত হবে।

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২৫

ঈদ উল ফিতরের তারিখ স্থানীয়ভাবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি চান্দ্র পঞ্জিকায়, ঈদুল ফিতর শাওয়ালের ১ তারিখে পড়ে। অপরদিকে স্থানীয়ভাবে জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে জ্বিলহজ্জের ১০ তারিখে  ঈদ উল আযহা পালিত হয়।

এই ঈদের সময় আমরা অনেকেই গুগলে সার্চ করে থাকি ঈদ মোবারক পিকচার সম্পর্কিত। অনেকেই আছি যারা ঈদের আগের দিন অথবা ঈদের দিন পিকচার সহ ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি। আমরা সবাই চেষ্টা করি নতুন নতুন ঈদের ছবি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। এজন্য আমরা এখানে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ছবি নতুন ও বিভিন্ন ধরণের শুভেচ্ছা ব্যানার, ঈদের স্ট্যাটাস গুলো দিয়েছি। এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ঈদের শুভেচ্ছা ছবি ও ব্যানার, স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন।

ঈদ উল আযহা 2025ঈদের শুভেচ্ছা ২০২৫
শিরোনামঈদ মোবারক পিকচার 2025
ঈদ উল আযহাঈদ মোবারক পিকচার শুভেচ্ছা স্ট্যাটাস
ঈদ মোবারক ছবি ২০২৫ফ্রিতে ডাউনলোড করুন
ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৫ডাউনলোড করুন

ঈদ মোবারক পিকচার 2025

ঈদ মোবারক পিকচার 2025 সংগ্রহ করতে পারবেন একদম ফ্রিতে । এখানে আমরা নতুন নতুন কালেকশনের ঈদের স্ট্যাটাস গুলো ও ছবি আপলোড করেছি। এসব ছবি , স্ট্যাটাস গুলো কপি করে আপনি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে পারবেন এবং এসব ছবি , স্ট্যাটাস গুলো দিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। তাই দেরি না করে এখান থেকে নতুন সব ঈদ মোবারক ছবি বা পিকচার গুলো ডাউনলোড করে নিন।

ঈদ মোবারক পিকচার 2025

ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস ২০২৫

ঈদ মোবারক পিকচার শুভেচ্ছা স্ট্যাটাস গুলো ডাউনলোড করে নিন এখান থেকে। আসন্ন ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে ঈদের শুভেচ্ছা পিকচার, স্ট্যাটাস, ফটো, ব্যানার, মেসেজ গুলো আমরা এখানে সংযুক্তি করেছি এসব পিকচার, স্ট্যাটাস , ব্যানার গুলো ডাউনলোড করে নিন একদম ফ্রিতে। ডাউনলোড করার পর এসব ‍শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আপলোড করে আপনার প্রিয়জনদেরকে ও আপনার বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানান। 

***সারা দেশে চলছে ঈদের উৎসব ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও
একটুখানি হাসি। ঈদ মোবারক।***

আকাশ আলো করে চাঁদ এসেছে
ঈদের মাহফিল দেখো জমে উঠেছে
দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া সব পাড়াতে
চলবে ঈদের উৎসব আজকে রাতে
*** ঈদ মোবারক ***

***মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি কিছু দিন
সবার মুখে ফুটবে হাসি
ফুল ফুটবে রাশি রাশি
নতুন সূর্য নতুন দিনে,
ঈদ কাটুক হাসি মনে***

কার মনে কি আছে কে আর জানে
আল্লাহ তাআলা সবার মনের কথা জানে
ঈদগাঁওতে মসজিদে মাঠে ময়দানে
ঈদের নামাজ পড়ব সবাই এক মনে প্রাণে
***** Eid Mubarak *****

বছর ঘুরে আজ ঈদ এলো আনন্দ উৎসবে ভরলো ভুবন
সকলকে জানাই ঈদ মোবারক ধন্য হোক সবার জীবন
***** ঈদ মোবারক *****

ঈদের ওই চাঁদ উঠেছে দূর আকাশে
কেনো এতো সূচিকর এতো বাঁকা সে
আজ দেখি তার গায়ে কোনো দাগ নাই
সালাম নিও সবাই ঈদ মোবারক জানাই
**** Eid Mubarak ****

***ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়
ঈদের মতই তোমার জীবনটা হোক দীপ্তিময়***

শেষ হলো রোজার মাস এসো সবাই
আজ খুশির যোয়ারে চলো ভেসে যাই,
সুরমা অতরে নতুন বেশ ধরে
হারিয়ে যাবো মোরা আনন্দের সীমানায়,
#### Eid  Mubarak #####

***বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারো
ঈদ মোবারক গ্রহন করো***

সারাদিন ছিলাম বিজি

এখন আমি ইজি

এড্রেস দাও তাড়াতাড়ি

কালকে যাবো তোমার বাড়ি

উপসংহার

প্রিয় ভিজিটর আমরা আজকে এই পোস্টে , ঈদ মোবারক পিকচার শুভেচ্ছা স্ট্যাটাস | ঈদ মোবারক পিকচার 2025 তুলে ধরেছি। এখানে ঈদের নতুন নতুন ব্যানার, পিকচার, ছবি সংযুক্তি করেছি। এসব ঈদ মোবারক পিকচার, স্ট্যাটাস গুলো আপনারা সকলেই ডাউনলোড করে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। 

By মোঃ মিলন ইসলাম

মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *