কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ iu admission circular 2019-20

By আল মামুন মুন্না

Updated on:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি – ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ – ইবি ভর্তি সার্কুলার ২০১৯ – iu admission circular 2019-20 কুষ্টিয়া-ঝিনাইদহ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এবারে ইবি ভর্তি পরীক্ষার তারিখ ০৪ থেকে ০৮ নভেম্বর ২০১৯ তারিখ এর মধ্যে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ ০২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হয়ে ০১ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত চলবে। ২০১৪ সাল বা তৎপরবর্তী মাধ্যমিক/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক/সমমান এর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন এর সুযোগ পাবে।

প্রতি ইউনিটের জন্য মৌলিক ফি ২০০ টাকাসহ ইউনিটভুক্ত প্রতি বিভাগের জন্য ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যেমনঃ D ইউিনেটর ১১টি বিভাগের প্রতি বিভাগের জন্য ১০০টাকা করে ১১০০টাকা এবং মৌলিক ২০০টাকা মোট ১৩০০টাকা। C ইউিনেটর জন্য ৮০০টাকা। A ইউিনেটর জন্য সম্ভাব্য ৫০০ অথবা ৭০০টাকা এবং B-ইউিনেটর জন্য সম্ভাব্য ১৬০০টাকা অথবা ১৪০০টাকা যা পরবর্তীতে সঠিকভাবে জানানো হবে।

সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ১৬ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে বলে জানা গেছে। ১১ জানুয়ারি ২০২০ থেকে নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

এক নজরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

  • আবেদন শুরু হওয়ার তারিখঃ ০২ সেপ্টেম্বর ২০১৯
  • আবেদন শেষ হওয়ার তারিখঃ ০১ অক্টোবর ২০১৯
  • প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমাঃ ১৬ অক্টোবর – ০২ নভেম্বর ২০১৯
  • আবেদন ফিঃ প্রতি ইউনিটের জন্য মৌলিক ফি ২০০ টাকাসহ ইউনিটভুক্ত প্রতি বিভাগের জন্য ১০০ টাকা 
  • ভর্তি পরীক্ষা শুরু হওয়ার তারিখঃ ০৪ নভেম্বর ২০১৯
  • ভর্তি পরীক্ষা শেষ হওয়ার তারিখঃ ০৮ নভেম্বর ২০১৯
  • ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখঃ ১৬ নভেম্বর ২০১৯ এর মধ্যে
  • বিশেষ কোটায় নির্ধারিত আবেদন করার সময়সীমাঃ
  • মেধা তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার গ্রহণের সময়সীমাঃ
  • মেধা তালিকায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভর্তির সময়সীমাঃ-
  • মেধা তালিকায় ভর্তির পর ইউনিট অন্তর্ভুক্ত বিভাগসমূহে আসন শূন্য সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিটের মধ্যে বিভাগ পরিবর্তনের সময়সীমাঃ-
  • মেধা তালিকায় ভর্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ মেধা তালিকা এবং বিশেষ কোটায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভর্তির সময়সীমাঃ –
  • ক্লাশ শুরুর তারিখঃ ১১ জানুয়ারি ২০১৯

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহঃ

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানাঃ https://iu.ac.bd

[ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]

[ভর্তি নির্দেশিকা ডাউনলোড]

[Admission Notice for International Students in the Academic Year 2019-2020]

[ভর্তি পরীক্ষার সময়সূচী দেখুন এখানে]

প্রবেশপত্র ডাউনলোড এর ওয়েবসাইটের ঠিকানাঃ iu.bigmsoft.com/admitcard

[ভর্তি পরীক্ষার ফলাফল ডাউনলোড]

কুষ্টিয়া-ঝিনাইদহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং/ফার্ম) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

islamic University iu admission circular 2019-20

 

 ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রবেশপত্র ডাউনলোড, ভর্তি পরীক্ষার ফলাফল ও অন্যান্য সর্বশেষ তথ্য জানতে নিয়মিত লেখাপড়া বিডি ডট কম এর ভর্তি তথ্য বিভাগ ভিজিট করুন।

islamic university admission test date 2019-20 Islamic Uviversity Admission Information 2019-20 Kustia University admission Notice 2019-20 www.iu.ac.bd ইবি আসন সংখ্যা ইবি ভর্তি তথ্য ইবি ভর্তি বিজ্ঞপ্তি ইবি ভর্তি যোগ্যতা ইবি ভর্তি সার্কুলার ইবি মানবন্টন ইসলামি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ২০১৬-১৭ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড এর ওয়েবসাইটের ঠিকানা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-১৭ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৪-১৫ শিক্ষাবর্ষ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কুস্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি

Leave a Comment