সফলতার সাথে দুইটি বছর পার করে তৃতীয় বর্ষে পা দিলো বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি’র (বাইউস্ট) ইংরেজি বিভাগ।
২০১৫ সালে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর মাত্র ১ বছর পরই চালু হয় ইংরেজি বিভাগ।
বাইউস্টের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কেক কাটা ও দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আতাউল্লাহ নূরী, প্রভাষক লায়লা নূর, প্রভাষক কণা দাশ, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক নাঈম হাসান ও প্রভাষক মো: হাসিবুল ইসলাম সহ ইংরেজী বিভাগের সকল শিক্ষার্থীরা।
বক্তব্য প্রদানকালে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আতাউল্লাহ নূরী বর্তমান যুগে ইংরেজী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ইংরেজী বিভাগ হিসেবে বাইউস্টের সফলতা তুলে ধরেন।
Leave a Reply