মোবাইল ফটোগ্রাফি টিপস – প্রোডাক্ট ফটোগ্রাফি টিপস – এই ১৬টি টিপস আপনার অবশ্যই জানা উচিৎ

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা নিবেন। যারা মোবাইল ফটোগ্রাফি টিপস পেতে চান তাদের জন্য আমার আজকের এই পোস্ট। আজ প্রোডাক্ট ফটোগ্রাফি বা পণ্য ফটোগ্রাফি টিপস নিয়ে লিখতে চলে এলাম। আজকের পোস্টে আমি ফটোগ্রাফির ১৬টি টিপস দিব। আশা করছি এই টিপসগুলো অনুসরণ করলে আপনার মোবাইল প্রোডাক্ট ফটোগ্রাফির অভিজ্ঞতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তাহলে চলুন শুরু করা যাক। 

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

মোবাইল ফটোগ্রাফি টিপস

প্রোডাক্ট ফটোগ্রাফি কি?

প্রোডাক্ট ফটোগ্রাফি বা পণ্য ফটোগ্রাফি একটি পণ্যের ব্যবহারিক চিত্র তুলে ধরে। এই চিত্র দেখে কাস্টমার ছবিটির ব্যবহারকারীর স্থানে নিজেকে কল্পনা করতে শুরু করে। এই ধরনের ফটোগ্রাফির মাধ্যমে পণ্যের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয় যা কাস্টমারদের উৎসাহী করে সেই পণ্যটি কিনতে। ছবির সাথে কাস্টমারের একটি অদৃশ্য যোগাযোগ তৈরি হয়।

প্রোডাক্ট ফটোগ্রাফি টিপস

১.ফেসিয়াল টিস্যু/পাতলা কোনোকিছু দিয়ে মোবাইল ক্যামেরা টা মুছে নিতে হবে।
২. টেবিল ল্যাম্প এর বা টিউবলাইট পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে ভালো।
৩.সাদা ব্যাকগ্রাউন্ড বা যে কোন হালকা কালার ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে ।
৪.গ্রে কালার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে ভালো
৫.বাজারে বড় বড় ১০/২০ টাকার কালার পেপার পাওয়া যায় ব্যাকগ্ৰাউন্ড হিসেবে সেগুলো ব্যবহার করা যেতে পারে।
৬.ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে, আইএসও ক্যামেরার আলো ক্যাপচারের ক্ষমতার একটি পরিমাপ। আপনি যদি আইএসও সংবেদনশীলতা বাড়ান, আপনি দ্রুত শাটারের গতি বেছে ক্যামেরার অস্পষ্টতা কমাতে পারেন।
৭.দুটো টেবিলল্যাম্প দু পাশে দিয়ে ছবি তুলতে পারেন ‌
৮.বেশি‌ উপর থেকে ছবি তোলা যাবে না।
৯.তবে প্রোডাক্ট ডার্ক হলে একটু উপর থেকে ছবি তুললে ভালো,তবে খুব বেশী না।
১০. টর্চ লাইট ইউজ করতে পারেন।
১১.প্রোডাক্ট এর সাথে মিল রেখে লাইট ডিপ ব্যাকগ্ৰাউন্ড হলে ভাল.
১২.WB /ক্যামেরার হোয়াইট ব্যালেন্স বুঝতে হবে।
১৩. যে কোন প্রোডাক্ট এর পেছন থেকে লাইট দিতে পারলে ছবি ভালো আসে ,যেমন ধরুন সাদা সিল্কের কাপড় বোরখা সেলাই করে যে,এমন কাপড় দিয়ে বক্সের মত বানিয়ে ২ টা চেয়ারের উপর দিতে পারেন। পেছন থেকে ,আর ২ পাশে টেবিল ল্যাম্প দিয়ে ছবি তোলা গেলে ভাল।
১৪.যেসব প্রোডাক্ট কোন ভাবেই এক্সেক্ট কালার আসে না। সেসব প্রোডাক্টের দিনের আলোতে ছবি তুলতে হবে।
১৫.ছবির উপর বেশি কিছু লেখা যাবেনা। হিজিবিজি লাগবে।
১৬.অনেকসময় স্ট্যান্তডের সাথে‌ রিমোট দেয়  যেটা দিয়ে ফোন টাচ না করে আপনি ছবি তুলতে পারেন। এক সাইডে লগো ইউজ করবেন।

সর্বোপরি চেষ্টা করবেন যেন কোন ভাবে ফোনটা না নাড়িয়ে স্ট্যান্ড দিয়ে শান্ত ভাবে ছবি তোলার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওমেনা প্রোডাক্ট ফটোগ্রাফি টিপস সংক্রান্ত আজকের এই পোস্টটি এখানেই শেষ করছি। আশা করছি এই টিপসগুলো আপনাদের উপকারে দেবে। তাহলেই আমার আজকের এই ব্লগটি স্বারথকতা পাবে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*