শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবীতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রতিনিধি সভায় স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
বক্তব্য রাখেন ফেডারেশনের কো-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ, সমন্বয়কারী অধ্যক্ষ মোকসেদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান নাঈম, মোঃ হারুনুর রশিদ, মোঃ
রফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ এশারত আলী, জনাব এস এম জয়নাল আবেদীন, জনাব কামরুল হাসান, জহির উদ্দিন হাওলাদার, মোঃ আশিকুর রহমান, মোঃ শাহজাহান খান, এম আরজু প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বর্তমান সরকার সচেতন রয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী যে নীতিমালার কথা বলেছেন সেই নীতিমালার আলোকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। তিনি শিক্ষার উন্নয়নের স্বার্থেই আবারো নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
Leave a Reply