প্রবন্ধ রচনা কী…?
কোনো ব্যক্তি , বস্তু বা বিষয় সম্বন্ধে বিস্তারিতভাবে সাজিয়ে – গুছিয়ে বর্ণনা করার নামই রচনা লিখন । নাতিদীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনাকে সাধারণত প্রবন্ধ বলা হয়ে থাকে । একে আমরা রচনা বলেও অভিহিত করে থাকি।
যে কোনাে বিষয়ে যে কোনাে উদ্দেশ্যে যে কেউ প্রবন্ধ লিখতে পারেন- তা সে মতামত প্রকাশের জন্যে হােক কিংবা কোনাে কিছু জানানাের জন্যেই হােক । সেদিক থেকে প্রবন্ধ নানা রকম হতে পারে ।
ব্যক্তিগত জীবনের কোনাে স্মরণীয় ঘটনার বর্ণনামূলক স্মৃতিচারণ থেকে শুরু করে বিশদ ব্যাখ্যামূলক কিংবা যুক্তিপ্রধান গদ্য রচনা । যেমন প্রবন্ধের পর্যায়ে পড়ে তেমনি কোনাে বিশ্লেষণ বা মূল্যায়নধর্মী লেখা , কোনাে বিষয়ে সমালােচনা কিংবা অনুসন্ধানমূলক রচনাও প্রবন্ধ বলে গণ্য হতে পারে ।
সাধারণত প্রবন্ধে কোনাে-না-কোনাে ভাবে বিষয়বস্তু সম্পর্কে লেখকের ব্যক্তিগত ভাব-ধারণা , চিন্তাধারা , অভিজ্ঞতা ইত্যাদির প্রতিফলন ঘটে ।
Leave a Reply