কোন মানুষ মায়ের পেট থেকে মেধা নিয়ে আসেনা।
মেধা অর্জন করতে হয়।
তখন তাকে একমাত্র মেধাবী বলে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক একইভাবে মহাবিশ্বের যত জ্ঞানী গুনী মানুষ আছে তারা এমনি এমনি জ্ঞানী হয়ে উঠেনি।
তাতে তাদের জ্ঞান অর্জন করতে হয়েছে। হয়েছে পরিশ্রম।
তাই কখনো বলবেননা ওর মেধা আছে। কিন্তুু ও পড়েনা। এটা বলে কাউকে দামা চাপা দিয়ে লাভ নাই।
কারণ আল্লাহ মানুষ কে সৃষ্টির সেরা হিসেবে বানিয়েছেন। কাউকে একটু ব্রেইন আবার আরেকজনকে বেশি ব্রেইন এইভাবে কাউকে সৃষ্টি করেননাই।
তিনি প্রত্যেক টি মানুষ কে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। এবং কোন না কোন গুনে তাকে গুনান্বিত করেছেন।
শুধু মানুষ টিকে একটু পরিশ্রম করলেই সেই তার জীবনের সকল গুনে একদিন গুন বান হতে বাধ্য।
কাজেই আল্লাহ যদি সবাইকে সব গুন দিয়ে দুনিয়াতে পাঠাত তাহলে কেউভালো খারাপ যে দিকটি রয়েছে বা আল্লাহ যে মানুষ কে কেন সৃষ্টি করেছেন।
সেই সব বিষয় গুলো জানার জন্য চেষ্টা করত না। তখন বলত আমার ত সব আছে আর কি করব।
তাই যত জানবেন তত ভালো কিছু জীবনে করতে পারবেন।
হুমাইরা মেহজাবিন
Leave a Reply