বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ও ৬ মে মোট ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভর্তিযুদ্ধে ৬টি অনুষদের আওতাভুক্ত মোট ২১টি বিভাগে ৯০ হাজার ৪ শত ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছে।

রংপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে ইউনিট ভিত্তিক কেন্দ্রস্থল ও ঠিকানা তুলে ধরা হলো।

ইউনিট ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা:

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-A, B, C, D, E, F ইউনিট। ঠিকানা- মডার্ন মোড়,ক্যাডেট কলেজ(পার্ক মোড়),রংপুর।

রংপুর কারমাইকেল কলেজ-C, D, E ইউনিট। ঠিকানা- লালবাগ( বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিমে)।

কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ-A, B, D ইউনিট। ঠিকানা- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিসির বাসভবনের উত্তরে।

সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-A, B ইউনিট। ঠিকানা- আশরতপুর (চকবাজার),বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪০০ গজ পূর্বে।

আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ-A, B, F ইউনিট। ঠিকানা- শালবন,রংপুর।

লায়ন্স স্কুল এন্ড কলেজ-A, B, D ইউনিট। ঠিকানা- জাহাজ কোম্পানি মোড় হতে ২০০ গজ পুর্বে।

সরকারি বেগম রোকেয়া কলেজ-A, B, C, E ইউনিট। ঠিকানা- শালবন,রংপুর(ফায়ার ব্রিগেডের উত্তরে)।

রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ-A, B, F ইউনিট। ঠিকানা- টাউন হল হতে ১০০ গজ পশ্চিমে, পুলিশ লাইন্স ও পুলিশ হলের বিপরীতে।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-A, B, D ইউনিট। ঠিকানা- সুরভী উদ্দ্যানের ১০০ গজ পূর্বে ও পুলিশ হলের বিপরীতে।

পুলিন্স লাইনস স্কুল এন্ড কলেজ-A, B, C, F ইউনিট। ঠিকানা -রংপুর চিড়িয়াখানার বিপরীতে।

রংপুর জিলা স্কুল-A, B, D ইউনিট। ঠিকানা- ডিসি মোড় সংলগ্ন ও কাচারি বাজারের পশ্চিমে।

রংপুর সরকারি কলেজ-D, E ইউনিট। ঠিকানা-রংপুর স্টেডিয়াম সংলগ্ন পশ্চিমে।

রংপুর টিচার্স ট্রেনিং কলেজ-A, B, C ইউনিট। ঠিকানা- রংপুর সার্কিট হাউজের ১০০ গজ পশ্চিমে।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-A, B, C ইউনিট। ঠিকানা- ধাপ,মেডিকেল মোড়,রংপুর।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ-A, B, C ইউনিট। ঠিকানা- ধাপ,মেডিকেল মোড়,রংপুর।

মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ-A, B, C ইউনিট। ঠিকানা- চেক পোস্ট,ধাপ,মেডিকেল মোড়,রংপুর।

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-B, C, F ইউনিট। ঠিকানা- সেনপাড়া,রংপুর(কোতয়ালী থানার দক্ষিণে)।

সমাজ কল্যান বিদ্যা বিথী স্কুল এন্ড কলেজ-A, B, E ইউনিট। ঠিকানা- সেনপাড়া,রংপুর(ট্রাফিক পুলিশ অফিস পূর্বে)।

শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়-A, B, F ইউনিট। ঠিকানা- জর্জ কোর্ট ও বার লাইব্রেরী সংলগ্ন,রংপুর।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট-B, C ইউনিট। ঠিকানা-জুম্মাপাড়া,রংপুর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

‘এ’ ইউনিট – ৫ মে সকাল সাড়ে ৯টা [আসন বিন্যাস]

‘বি’ ইউনিট- ৫ মে দুপুর সাড়ে ১২টা [আসন বিন্যাস]

‘সি’ ইউনিট – ৫ মে বিকাল সাড়ে ৩টা [আসন বিন্যাস]

‘ডি’ ইউনিট – ৬ মে সকাল সাড়ে ৯টা [আসন বিন্যাস]

‘ই’ ইউনিট – ৬ মে দুপুর সাড়ে ১২টা [আসন বিন্যাস]

 ‘এফ’ ইউনিট – ৬ মে বিকাল সাড়ে ৩টা [আসন বিন্যাস]

আপনার রোল নম্বর লিখে আসন বিন্যাস খুঁজে পেতে এখানে ক্লিক করুন

সৌজন্যেঃ ক্যাম্পাসলাইভ





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*