টেলিটক ‘বর্ণমালা’ সিম কিভাবে পাবেন জেনে নিন এখান থেকে

অমর একুশে বই মেলা উপলক্ষ্যে যাত্রা শুরু করা শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০ টাকার বিশেষ সুবিধা সম্বলিত ‘বর্ণমালা’ সিমের জন্য আবেদনের সময়সীমা আবারো বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। পূর্বে ঘোষিত সময়সীমা অনুসারে এই সিম এর জন্য আবেদনের শেষ তারিখ ছিলো ৩০ সে এপ্রিল ২০১৫ যা ৩১ জুলাই ২০১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল এর মধ্যে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এই সিম এর জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখে আশা যাক কি কি সুবিধা থকাছে ‘বর্ণমালা’ সিমেঃ Bornomala SIM

বর্ণমালা সিমের সুবিধাঃ

কল চার্জঃ

  • অন-নেট ৩০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস)
  • অফ-নেট ৬০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস)

ডাটা প্লানঃ

  • ৫০০ এমবি – ৭০ টাকা
  • ১ জিবি – ১৩০ টাকা
  • ৫ জিবি – ৪০০ টাকা

(উভয় ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য)

যারা আবেদন করতে পারবেঃ

১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল এর মধ্যে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

সিমটি গ্রহন করতে যা যা লাগবেঃ

  • আবেদনের পর টেলিটক কর্তৃপক্ষ কর্তৃক পাঠানো সিম গ্রহনের তারিখ সম্বলিত এসএমএস টি
  • ওয়েবসাইটে পুরণকৃত আবেদন ফরম এর প্রিন্ট কপি
  • অভিভাবক (যদি থাকে তাহলে নিজের) ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি
  • স্টুডেন্ট আইডি কার্ড এর ফটোকপি
  • সার্টিফিকেট / মার্কশীট এর ফটোকপি এবং
  • দুই কপি ছবি

প্রাপ্তি স্থানঃ

আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার। (আপনার জেলায় কাস্টমার কেয়ার না থাকলে অন্য জেলায় আবেদন করতে পারবেন।)

অনলাইনে রেজিস্ট্রেশন এর নিয়মঃ

২২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে রেজিস্ট্রেশন এর নতুন আর একটা নিয়ম চালু করছে যা চলবে আগামি ৩০ এপ্রিল পর্যন্ত। নতুন পদ্ধতিটিও নিচে দেওয়া হলোঃ

১) SMS পদ্ধতিঃ যেকোন টেলিটক নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেটে 16222 নাম্বারে SMS করতে হবে। ফরমেটঃ BOR<space>Board(First 3 letters)<space>Roll<space>SSC Passing Year<space>Mobile No।
উদাহরণঃ BOR DHA 12345 1995 0155XXXXXXX লিখে 16222 নাম্বারে SMS করলে গ্রাহকগণ ফিরতি SMS-এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার ও বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার পাবেন। বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে।

২) এরপর অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য http://bornomala.teletalk.com.bd ওয়েব সাইটে ভিজিট করে সকল তথ্য পূরণ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকেই সিমটি উত্তোলন করতে পারবে।

৩)অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন হনে গ্রাহককে একটি Tracking Number দেওয়া হবে যা সিম উত্তোলনের সময় প্রয়োজন হবে। গ্রাহককে পুরণকৃত ফরমটি প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে জমা দিতে হবে।

রেজিস্ট্রেশন এর সময়সীমাঃ
১/০২/১৫ থেকে ৩১/০৭/১৫

এছাড়া এই সিম সম্পর্কিত আপনার যে কোন প্রশ্নের উত্তর পাবেন অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ এবং টেলিটক বর্ণমালা প্যাকেজ নামের টেলিটকের অফিসিয়াল ফেইসবুক ইভেন্টে।

তাই দেরি না করে আজই লুফে নিন আপনার সিমটি।





About আল মামুন মুন্না 818 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*