অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩: ১ম মেধা তালিকা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আর্টিকেলে অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩, অনার্স প্রফেশনাল ১ম মেরিট লিস্ট রেজাল্ট ২০২৩ নিয়ে আলোচনা করবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা ১০ আগস্ট ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে বিকাল ৪টার পরে এস.এম.এস এবং রাত ৯টার পরে অনলাইনে অনার্স প্রফেশনাল ভর্তির ১ম মেধাতালিকার রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে। এই পোস্টে আমি উক্ত ফলাফল দেখার সকল পদ্ধতিসহ ফলাফল পাওয়ার পরবর্তী করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩ সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি।

ফলাফলের নাম অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩
মেধাতালিকা ১ম মেধা তালিকা
কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩ কবে দিবে ১০ আগস্ট ২০২৩
ফলাফল প্রকাশের পদ্ধতি এসএমএস ও অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা app1.nu.edu.bd
অনার্স প্রফেশনাল কোর্সে ক্লাস শুরুর তারিখ ২০২৩ ২৭ আগস্ট ২০২৩

অনার্স প্রফেশনাল ভর্তির ১ম মেরিট লিস্ট রেজাল্ট নোটিশ ২০২৩

অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩

 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রফেশনাল ১ম মেধা তালিকায় ভর্তির সময়সূচি ২০২৩

  • ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সময়সীমাঃ ১০/০৮/২০২৩ থেকে ২১/০৮/২০২৩
  • ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি [ভর্তি নির্দেশিকার অনুচ্ছেদ-১২ (খ) এ বর্ণিত কোর্সভিত্তিক ধার্যকৃত ফি অনুযায়ী] সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখঃ ১৩/০৮/২০২৩ থেকে ২২/০৮/২০২৩
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৩/০৮/২০২৩ থেকে ২৩/০৮/২০২৩
  • সংশিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখঃ ২৪/০৮/২০২৩ থেকে ২৯/০৮/২০২৩

এসএমএস এর মাধ্যমে অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার ফলাফল প্রথমে এসএমএস এর মাধ্যমে বিকেল ৪ টার পরে প্রকাশ করা হবে। এসএমএস পদ্ধতিতে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

NU<space>ATHP<space>Roll No

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

অনলাইনে অনার্স প্রফেশনাল ভর্তির রেজাল্ট ২০২৩ দেখবো কিভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার ফলাফল রাত ৯ টার পরে অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে দেখতে পারবেন।

অনলাইনে স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির ফলাফল দেখতে এখানে লগিন করুন

pin

অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

ভর্তি বাতিল

উল্লেখ্য, এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১৭ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাততক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

শেষ কথা

যারা অনার্স প্রফেশনাল রেজাল্ট ২০২৩ ১ম মেধা তালিকায় সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এর পর ২য় মেধা তালিকা প্রকাশ করবে। কবে প্রকাশ করবে তা পরবর্তীতে আমাদের সাইটে, ফেইসবুক পেইজে অথবা গ্রুপে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত জানুন এই লিঙ্ক থেকে





About আল মামুন মুন্না 819 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*