যশোর বোর্ড এর জেএসসি পরীক্ষা ২০১৯ এর পূর্ণাঙ্গ মার্কশীটসহ ফলাফল জানবেন যেভাবে

২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর দুপুরে প্রকাশ হবে। ফলাফল প্রকাশের পর সারা বাংলাদেশের মানুষ একসাথে হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এ। কিন্তু দুঃখের বিষয় এক সাথে এত ভিজিটর সামলানোর ক্ষমতা বাংলাদেশের অধিকাংশ সরকারী ওয়েবসাইটগুলোর নেই। তাই সবাইকে ফলাফল দেখতে পড়তে হয় ভোগান্তিতে। যারা যশোর বোর্ড এর ফলাফল খুঁজছেন তাদের জন্যে একটা সুখবর নিয়ে এসেছি। Jessore-board

যশোর বোর্ড দুপুর ১২:০০টায় তাদের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। তাই যারা যশোর বোর্ড এর ফলাফল দেখবেন তারা খুব সহজেই ফলাফল পেয়ে যাবেন। আরো একটি সুখবর হলো, বাংলাদেশ শিক্ষা বোর্ড এর ফলাফল দেখার কমন ওয়েবসাইটে প্রথমে পূর্ণাঙ্গ মার্কশীটসহ ফলাফল প্রকাশ করে না কিন্তু যশোর বোর্ড এর ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পর থেকেই পূর্ণাঙ্গ মার্কশীটসহ ফলাফল দেখা যাবে।

 যশোর বোর্ড এর জে.এস.সি পরীক্ষা ২০১৯ এর ফলাফল দেখুন এখান থেকেঃ

যশোর বোর্ডের অফিসিয়াল সাইট থেকে ফলাফল দেখুন

অন্যান্য বোর্ড এর জেএসসি পরীক্ষার ফলাফল দেখুন

JSC Result 2019 Jessore Board with Full Marksheet

এস এম এসের মাধ্যমে যশোর বোর্ড এর ফলাফল দেখার উপায়ঃ

যশোর বোর্ড এর আছে মোবাইলের মাধ্যমে ফলাফল দেখার ও স্বতন্ত্র পদ্ধতি। ফলাফল দেখতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

JB<space>JSC<Space>2019<Space>Roll Number

উদাহরণ: JB JSC 2019 123456

ম্যাসেজটি পাঠাতে হবে 3690 নম্বরে।

অথবা,  JSC <Space> JES <Space> xxxxxx <Space> 2019

ম্যাসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।

ফিরতি এস.এম.এসে আপনার ফলাফল পেয়ে যাবে।

বি.দ্রঃ ফলাফল প্রকাশের আগে (১২:০০ টার আগে) এস.এম.এস পাঠালে রিপ্লাই পাবেন না। তাই ফলাফল প্রকাশের পরে এসএমএস করুন।

JSC result 2019 Jessore Board

যশোর বোর্ড এর জে.এস.সি পরীক্ষা ২০১৯ এর পরিসংখ্যান

ডাউনলোড করুন

 





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*