জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ – জে এস সি পরীক্ষার ফলাফল কবে দেবে?: ২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ বেলা ১২টায় প্রকাশ হবে। বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।
নির্ধারিত দিন বেলা ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল…
অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ পাওয়া যাবে এখানেঃ
অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার বিকল্প পদ্ধতি
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ঢাকা বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ যশোর বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ বরিশাল বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ চট্টগ্রাম বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সিলেট বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ দিনাজপুর বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ কুমিল্লা বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ রাজশাহী বোর্ড
- জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ময়মনসিংহ বোর্ড
- জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ মাদ্রাসা বোর্ড
জেএসসি ও জেডিসি বৃত্তির ফলাফল পাবেন এখানে
মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ জানার পদ্ধতিঃ
➳যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC
➳এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
➳ এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।
➳ Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2019
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2019
➳ এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানঃ
উল্লেখ্য, ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গত ০২ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা ১৪ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর শেষ হয়। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা ও বিকাল ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারাদেশে এবার উভয় পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষা দেয়।
বিভিন্ন বোর্ডের পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা
পাসের হার (%) |
জিপিএ-৫ (জন) |
বোর্ড |
পাসের হার (%) |
জিপিএ-৫ (জন) |
২০১৮ |
|
|
২০১৯ |
|
৮৩.১৯ |
২২,৩৩৪ |
ঢাকা বোর্ড |
৮২.৭২ |
১৮,৯৫৩ |
৯৪.৫৭ |
১৪,৬৩৮ |
রাজশাহী |
৯৪.১০ |
১৬,৪৭৮ |
৮৬.৯৯ |
৩,৭৪২ |
কুমিল্লা |
৮৮.৮০ |
৬,১৩১ |
৮৪.৬১ |
৭,২৫৬ |
যশোর |
৯১.০৮ |
৯,৭৫৫ |
৮১.৫২ |
৫,২৩১ |
চট্টগ্রাম |
৮২.৯৩ |
৬,০৪১ |
৯৭.০৫ |
৪,৯০৬ |
বরিশাল |
৯৭.০৫ |
৪,৯৪৮ |
৭৯.৮২ |
১,৬৯৮ |
সিলেট |
৯২.৭৯ |
৩,৭৭৩ |
৮১.৬৩ |
৬,৩০৩ |
দিনাজপুর |
৮৩.৯২ |
৬,৭৬৫ |
|
|
ময়মনসিংহ |
৮৭.২১ |
৩,৯০৩ |
৮৯.০৪ |
১,৯৮৭ |
মাদ্রাসা বোর্ড |
৮৯.৭৭ |
১,৬৮২ |
৮৫.৮৩ |
৬৮,০৯৫ |
মোট |
৮৭.৯০ |
৭৮,৪২৯ |
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ডের গড় পাসের হার – শতাংশ। আর মাদরাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার – শতাংশ। ২০১৯ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার – শতাংশ। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে – জন পরীক্ষার্থী।
শতভাগ পাসের প্রতিষ্ঠান -টি। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার – শতাংশ। জেএসসি ও জেডিসিতে মোট পাস করেছে – জন পরীক্ষার্থী।
২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে পাসের হার বেড়েছিলো। ২০১৭ সালে জেএসসিতে পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেডিসিতে ছিল ৮৬ দশমিক ৮০ শতাংশ।
Leave a Reply