ইবুক রিভিউ+ ডাউনলোডঃ প্রফেশনাল ব্লগার হওয়ার ১৩ সূত্র

প্রফেশনাল ব্লগার হওয়ার ১৩ সূত্র সালাউদ্দিন ব্যাপারীর লিখিত একটি ইবুক যাতে ব্লগার হওয়ার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হয়, তারমধ্যে থেকে ১৩ টি বিষয় সিলেক্ট করে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কেউ যদি ব্লগিং এর সাথে জড়িত অথবা ব্লগিং শিখতে চান এমন কেউ থাকলে তার জন্য এই ইবুকটি নিঃসন্দেহে অনেক অনেক উপকৃত হবে।

 

বইটি অনলাইনে প্রকাশিত। প্রকাশ করেছে Bangla Books PDF. এই জন্য তাদের ধন্যবাদ জানাই।

 

ব্লগিং হল এমন একটি বিষয় যাতে অনেকগুলো বিষয় একসাথে সুশৃঙ্খলভাবে করে যেতে হয়। একজন ব্লগার নিঃসন্দেহে অনেক জ্ঞানী একজন মানুষ। এটা কিন্তু নতুন ব্লগারের ব্যাপারী বলিনি। যিনি একজন প্রোব্লগার নিঃসন্দেহ তাকে অনেক পোস্ট লিখতে হয়েছে। আর লিখতে লিখতেই তার জ্ঞান অর্জিত হয়েছে অনেক।

 

তাই, ব্লগিং একটি মজার পেশাই বলা যায়। এটি ইচ্ছে করলে পার্ট টাইম করে যায়, আবার ফুল টাইম করলেও নিষেধ নেই। বাসায় বসে করা যায়। সুবিধা অনেক।

 

এক নজরে ইবুকটি…

বইয়ের নামঃ প্রফেশনাল ব্লগার হওয়ার ১৩ সূত্র
লেখকঃ সালাউদ্দিন ব্যাপারী
প্রকাশনায়ঃ Bangla Books PDF
ডাউনলোডঃ এখানে ক্লিক করুন

তো, ডাউনলোড করুন এবং পড়ুন আর ব্লগিং সম্পর্কে জ্ঞান অর্জন করুন।

ভালো থাকুন!
সুখে থাকুন!





About সালাউদ্দিন ব্যাপারী 28 Articles
সালাউদ্দিন ব্যাপারী পেশায় একজন এডুক্যাশনাল ব্লগার এবং শিক্ষক। তিনি হিসাববিজ্ঞান বিষয়ে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। লিখতে ভালোবাসেন। শিক্ষামূলক বিষয় ভালোমানের লেখা দিয়ে ফুটিয়ে তোলাই তার শখ এবং লক্ষ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*