টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে “টিইসিএন ফেব্রিক অ্যান্ড অ্যাপারেল উইক ২০২৫” শুরু

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী কর্তৃক আয়োজন “টিইসিএন ফেব্রিক ডে ২০২৪” ছিল শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা এবং শিল্প-সম্পৃক্ততার এক অনন্য সম্মিলন। যাতে শিক্ষার্থীরা উপস্থাপন করেছিল ১৭৫০টিরও বেশি ফেব্রিক, আয়োজন করা হয়েছিল আপসাইক্লিং প্রতিযোগিতা সহ নানান টেক্সটাইল-ভিত্তিক কার্যক্রম। টিইসিএন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাবের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নতুন ধারণা ও উদ্ভাবনের সুযোগ করে দিয়েছিল।

সেই সাফল্যকে ভিত্তি করেই এবার আরও বিস্তৃত পরিসরে, আরও বৈচিত্র্যপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “টিইসিএন ফেব্রিক অ্যান্ড অ্যাপারেল উইক ২০২৫”।

আগামী ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টিইসিএন ক্যাম্পাসজুড়ে চলবে এই বর্ণাঢ্য আয়োজন, যা শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং শিক্ষার্থীদের জন্য এক বাস্তবমুখী শেখার প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এবারের আয়োজনেও থাকছে ফেব্রিক ও অ্যাপারেল বিষয়ক উদ্ভাবনী প্রদর্শনী, প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল প্রতিযোগিতা, এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওয়ার্কশপ। শিক্ষার্থীরা এ আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন আধুনিক টেক্সটাইল প্রযুক্তি ও পোশাক খাতের বর্তমান চিত্র সম্পর্কে জানার সুযোগ পাবে, অন্যদিকে নিজেদের দক্ষতা, ধারণা এবং উদ্ভাবনী চিন্তাকে উপস্থাপন করার বাস্তব প্ল্যাটফর্মও পাবে।

টিইসিএন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাবের এই প্রয়াস নিঃসন্দেহে দেশের টেক্সটাইল শিক্ষার অগ্রযাত্রায় একটি অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে। শিল্প ও শিক্ষার এই সংযোগ আগামী দিনে শিক্ষার্থীদের পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *