আসসালামু আলাইকুম! ইংরেজি শেখার পথযাত্রায় পথ হোক আনন্দময়। আমরা Parts of Speech এবং Noun নিয়ে আমরা আলোচনা সম্পন্ন করেছি। এখন আলোচনা করবো Pronoun নিয়ে। আমরা জানি Parts of Speech এ ৮ টি পদ বা বিষয় আছে, যার মধ্যে Pronoun(সর্বনাম) একটি। এখনকার এই পোস্ট এ Pronoun নিয়ে আলোচনা করা হবে। তো আপনি প্রস্তুত?
Pronoun (সর্বনাম): Noun এর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে pronoun বলে। Example: ⇒ Rahim is a good boy. ⇒ He reads in class ten. এখানে “Rahim” হচ্ছে noun এবং “he” হচ্ছে pronoun.
Types of Pronoun:
- Personal Pronoun
- Demonstrative Pronoun
- Interrogative Pronoun
- Relative Pronoun
- Indefinite Pronoun
- Distributive Pronoun
- Reflexive Pronoun
- Reciprocal Pronoun
a). Personal Pronoun: যে pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে। I am a boy, they are playing ball. নিচে Personal Pronoun এর একটা ছক দেওয়া হল:
Case | Singular | Plural |
First Person: Nominative Objective Possessive | I, Me My, Mine | We, Us Our, Ours |
Second Person: Nominative Objective Possessive | you, you, your, yours | you, yours, yours |
Third Person: Nominative Objective Possessive | he, she, him, her his, her | it, they, it, them their, their |
b). Demonstrative Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে সে Pronoun কে Demonstrative Pronoun বলে। Example: ⇒ These are my pens. That is your ball.
c). Relative Pronoun: Re শব্দের অর্থ back এবং native শব্দের অর্থ সম্পর্ক। সুতরাং যে Pronoun পুরবউল্লেখিত কোন noun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সঙ্গে দুটি sentence কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে। Example: ⇒ I saw the fisherman. He was catching fish. ⇒ I saw the fisherman who was catching fish. List of relative pronoun: who, whose, whom, which, that, what etc.
d). Distributive Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে Distributive Pronoun বলে। Example: ⇒ Each of the boys will get a pen. ⇒ Neither of the pens is good.
Note: Distributive Pronoun এর পরে verb singular হয় এবং ইহার সঙ্গে সম্পর্কযুক্ত noun or pronoun এরও singular হয়।
e). Reciprocal Pronoun: যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে। Example: ⇒ The two brothers help each other. ⇒ They love one another.
f). Reflexive Pronoun: Personal pronoun এর সঙ্গে self বা selves যুক্ত হয়ে কোন pronoun যখন object এর স্থান গ্রহন করে এবং পশ্চাতে ফিরে পুনরায় subject কে নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে। Example: He killed himself.
Singular | Plural |
My + sefl = myself | Our + selves = ourselves |
Your + self = yourself | Your + selves = yourselves |
Him + self = himself | Them + selves = themselves |
Her + self = herself | |
It + self = itself |
Pronoun(সর্বনাম) নিয়ে তো আলোচনা হলো, সামনে আসছি Adjective নিয়ে। যারা ইংরেজি শিখছেন, তারা কিন্তু জমিয়ে রাখবেন না! প্রত্যেকটা পোস্ট শেষ করবেন ভালোকরে। প্রয়োজনে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। যতবেশি প্র্যাকটিস করতে পারবেন, ততবেশি উপকৃত হতে পারবেন।
ইনশাল্লাহ, ২৫-৩০ টা পোস্ট শেষে আপনি নিজেই নিজের ভেতর ইংরেজি নিয়ে Confidence(আত্মবিশ্বাস) খুজে পাবেন। আর হ্যাঁ! যত পারেন, তত শব্দ শিখতে থাকুন পাশাপাশি। যত শিখে নিবেন শব্দ, ইংরেজি তত হবে জব্দ!
————————————————————
Welcome to my blog: Bangla Books PDF in where you can read books free and get more including books.
Leave a Reply