বিশ্বের কিছু নাম করা স্কলারশিপ এর নাম এবং আবেদন করার সময় জেনে নিন

প্রায়ই অনেকে বিদেশে স্কলারশিপ সম্পর্কে জানতে চায়। সবাইকে এক এক করে উত্তর দেওয়া সময় সাপেক্ষ বিষয়, তাই আজকের এই ব্লগ লিখতে বসা। বিশ্বের কিছু নাম করা স্কলারশিপ এর নাম এবং দরখাস্ত করার সময় আপনাদের সুবিধার্থে নিচে তুলে দিলামঃ

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

জাপান – মনবুকাগাকুশো আবেদন করার সময়

ইউনিভার্সিটি রেকোমেন্ডাশন দরখাস্তের সময়-প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারী। মনবুকাগাকুশো-এম্বাসী রেকোমেন্ডেসন দরখাস্তের সময়-প্রতি বছর মার্চ -মে।

দক্ষিণ কোরিয়া- কোরিয়ান গভঃ স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর

চীন – চাইনিজ গভঃ স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর

The World Academy of Sciences আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর আগস্ট

ইউ কে – কমনওয়েলথ স্কলারশিপ

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

জার্মানি- DAAD স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

বেলজিয়াম-VLIR-OUS স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী

নেদারল্যান্ডস- NFP স্কলারশিপ, Nuffic স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

ইউরোপিয়ান কান্ট্রি- ERASMUS MUNDUS স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

সুইডেন- Swidish Institute Study Scholarship আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

নরওয়ে- Qouta scholarship আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ।

অস্ট্রেলিয়া-IPRS আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর দুইবার – জুন-জুলাই এবং অগাস্ট-সেপ্টেম্বর ।

Endevour স্কলারশিপ আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ।

কানাডা স্কলারশিপ আবেদন করার সময়

প্রতি টি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব কিছু স্কলারশিপ আছে। বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইটে গিয়ে দরখাস্ত এর নিয়ম জেনে দরখাস্ত করতে হবে। সময় ও দেওয়া আছে।

USA- Fulbright scholarship আবেদন করার সময়

দরখাস্তের সময়- প্রতি বছর মে-অক্টোবর।





About Md. Abu Sayed 1 Article
Md. Abu Sayed B.Sc.Ag(Hons) and MS, BAU, Mymensingh Visiting fellow, Nottingham University, UK PhD fellow (Monbusho), Iwate University, Japan & Assistant Professor Department of Biochemistry and Molecular Biology HSTU, Dinajpur, Bangladesh

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*