মোহাম্মদ লুৎফর রহমান এবং জীবন সমস্যার সমাধান

তাঁর পরিচয়- তিনি ছিলেন সাহিত্যিক, সমাজকর্মী এবং সম্পাদক। তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে পাঠক সমাজের চিন্তার জগতকে নাড়া দিতে পেরেছেন বলেই তাঁর লেখা নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। সংগত কারণেই বিসিএস পরীক্ষার্থীদের যেসব লেখকের জীবনী সম্পর্কে ধারণা থাকা আবশ্যক, লুৎফর রহমান তাদের একজন। https://www.youtube.com/watch?v=lm33mME-t6I

জীবনবোধ, মানবিক মূল্যবোধ, মননশীল দৃষ্টিভঙ্গি এগুলো যে তাঁর রচনার প্রসাদগুণ সেটা তাঁর কোন লেখা পড়লেই আপনি অনায়াসে বুঝতে পারবেন। “জীবন সমস্যার সমাধান” ইদানিং একটি আলোচিত বিষয়। এই বিষয়টি আমি মোহাম্মদ লুৎফর রহমানের বইয়েই প্রথম পড়েছি। তাঁর লেখা সবগুলো প্রবন্ধের সাথেই ‘জীবন’ শব্দটি রয়েছে এবং আমি মনে করি সবগুলোই প্রাসঙ্গিক।

লেখাটি আগে প্রকাশিতঃ মোহাম্মদ লুৎফর রহমান এবং জীবন সমস্যার সমাধান





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*