কবিতাঃ সৃষ্টির মাঝে সুখ

By মহসিন আলম

Updated on:

Advertisements

সৃষ্টির মাঝে পাওয়া যায় স্রষ্টা,
রবের গুণ মিটায় মনের তেষ্টা।।

কি সুন্দর চন্দ্র, গ্রহ, সূর্য, নক্ষত্র,
স্বচ্ছ জল, নির্মল বায়ু, সর্বত্র।।

সৃষ্টি সুখের উল্লাসে তাই মন হাসে,
হঠাৎ নব সৃষ্টিতে স্বপ্নেরা’ ভাসে।।

প্রভুর যে কত মায়া, বান্দার তরে,
তারই দানে সৃষ্টিরা উল্লাস করে।।

আল্লাহর জ্ঞান থেকে ‘কিছুটা দেয়,
তাই পেয়ে মানুষের সব ভালো হয়।।

সৃষ্টি সুখের উল্লাসে ভরে যায় বুক,
স্রষ্টার সৃষ্টিতে ডুবে দেখো-পাবে’ সুখ।।

Leave a Comment