Parts of Speech এর উপর বেসিক আলোচনা শেষ করার পর এখন এর ভেতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি পাঠকদের বুজতে সুবিধা হবে। এই পোস্ট এ আলোচনা হবে Noun এবং Noun এর প্রকারভেদ নিয়ে।
যারা Parst of speech এর উপর আলোচনাটি মিস করেছেন, তারা সেটি দেখে নিতে পারেন…
Parts of Speech(বাক্যের অংশ)ঃবেসিক পর্যালোচনাঃ ইংরেজি শিক্ষা
যাইহোক, এখন আমরা Noun(বিশেষ্য) নিয়ে আলোচনায় ডুব দেই, কেমন!
Noun এর সংজ্ঞাঃ যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায় তাকে noun বা বিশেষ্য বলে।
Example: ⇒ Bangladesh is a beautiful country.
⇒ Abdul lives in here.
উপরে Bangladesh ও Abdul শব্দ দুটি হল Noun.
Classifications of Noun:
Noun কে ৫ ভাগে ভাগ করা যায় যথা:
- Proper Noun
- Common Noun
- Collective Noun
- Material Noun
- Abstract Noun
A). Proper Noun: যে noun দ্বারা কোন কিছুর নিদিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে।
Example: ⇒ Ahmed is a good boy.
⇒ Dhaka is a good city.
Some more example: Dhaka, Karim, Samsung, Rahim, Padma, Banana etc.
B). Common noun: যে noun দ্বারা একজাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common noun বলে ।
Example: ⇒ Nazrul is a great poet.
⇒ The rose is a nice flower.
C). Collective Noun: যে word দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
Example: ⇒ He joined the army.
⇒ Our team has won the game.
D). Material Noun: যে noun দ্বারা কোন পদার্থর এর নাম কে বুঝায় তাকে Material Noun বলে।
Example: ⇒ Gold is a precious metal.
⇒ Man cannot live without water.
E). Abstract Noun: যে দ্বারা কোন ব্যক্তির বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নাম কে বুঝায় তাকে abstract noun বলে।
Example: ⇒ Honesty is the best policy.
N.B: এছাড়ও কোন noun এর শেষে – ness, tion, sion, hood, ship, dom, ment, ism, th, ty, ce, cy ইত্যাদি করে ও abstract noun হয় ।
N.B: এমন কিছু noun আছে যে গুলি গণনা করা যায় সেগুলি কে countable noun বলে এবং যে গুলি গণনা করা যায় না সেগুলিকে uncountable noun বলে। নিচে এদের দেখানো হল:
Countable Noun | Uncountable Noun |
Proper Noun | Material Noun |
Common Noun | Abstract Noun |
Collective Noun |
কিছু কথাঃ ইংরেজি ভালোভাবে শেখার ক্ষেত্রে Noun ভালোভাবে আয়ত্তে আনা জরুরী। তাই, ভবিষ্যতে এর উপর আরও কয়েকটি পোস্ট লেখাপড়াবিডিতে লেখার এই লেখকের ইচ্ছা আছে। যাতে করে শিক্ষার্থীদের Noun কে ভালো করে বুজতে সুবিধা হয়।
সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ Pronoun নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।
পড়াশোনা চলুক অবিরাম!
My Blog: Bangla Book Download
Leave a Reply