হেরে যাক ক্যান্সার, বেঁচে থাক একজন মা

ওরা ৩ ভাই বোন- সাকিব,আনিকা,আনিশা। বাবা মারা গেছেন ৯ বছর আগে। এতিম তিন ভাই বোনের মধ্যে সাকিব বড়। বি-ইউ-বি-টি তে বি-বি-এ পড়তো। মায়ের অসুস্থতার জন্যে লেখাপড়া বন্ধ। বড় বোনটি এস-এস-সি পরীক্ষার্থী। আর ছোট বোন-টি চতুর্থ শ্রেণিতে পড়ে। তিন জনের-ই লেখাপড়া বন্ধের উপক্রম। sakib-mother

ওদের অসুস্থ মা নিজেও এতিম। খুব ছোট থাকতে ওদের মায়ের মা’ও মারা যান। বাবা মারা যাওয়ার পরে মা খুব সংগ্রাম করে একের পর এক চাকরী নিয়ে সংসার চালাতেন। এমতাবস্থায় ওদের মায়ের এপেন্ডিকস্ ক্যান্সার ধরা পড়েছে। দুই-দুই বার অপারেশন এর পরে ক্যামো থেরাপি দেয়া হয়।

বর্তমানে ওদের মায়ের চিকিৎসা করার জন্যে অনেক অর্থের প্রয়োজন যা এখন ওদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় বিধায় সবার কাছে সাহায্য প্রার্থনা করেছে। ক্যান্সার আক্রান্ত বিধবা ও এতিম মা এবং ওদের এতিম তিন ভাই-বোন এর দিকে তাকিয়ে চাইলে আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওদের পাশে দাঁড়াতে পারেন।

আগ্রহীরা বিকাশ বা ব্যাংক একাউন্ট এ সাহায্য দিতে পারেন।
নিচে বিকাশ এবং একাউন্ট নাম্বার দেয়া হল :-

Personal bkash
01941517338
01716751234

Savings account number :-
Irin Jahan Chowdhury
0111440081873 Eastern Bank Limited, Choumuhani Branch.





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*