ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের “খ” ইউনিটে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, শুভেচ্ছা নিও। আজ ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের ভর্তি পরীক্ষা। তোমরা হয়তো এখন বেশ টেনশন এর মধ্যে আছো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত একটু মানষিক চাপে কাটবে তোমাদের সময়। তোমরা অনেকেই হয়তো এখন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছো। তোমাদের সুবিধার্থে প্রশ্নপত্রের সমাধান পোস্ট করে দিলাম। আশা করি তোমাদের উপকারে আসবে।
প্রকাশ হওয়া মাত্র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পাবেন এই লিঙ্কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-১৭ খ ইউনিট এর সাধারন জ্ঞান অংশের সমাধান।
১. পন্ডিত অতীশ দীপংকরের জন্মস্থান?
উত্তর : বিক্রমপুর।
২. আড়িয়াল বিল?
উত্তর : মুন্সিগঞ্জ।
৩. বাংলাদেশেরর প্রাকৃতিক মৎস প্রজনন নদী??
উত্তর: হালদা।
৪.দুবলার চর?
উত্তর : সুন্দরবনের দক্ষিন উপকুলে।
৫. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হবে?
উত্তর : টোকিও।
৬. সমুদ্রবন্দর নেই?
উত্তর : আফগানস্তান।
৭. বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি?
উত্তর: মুশফিকুর রহিম।
৮.বিগ এপেল?
উত্তর : নিউইয়র্ক।
৯.যুক্তরাজ্য এর প্রধানমন্ত্রী?
উত্তর : তেরেসা মে।
১০. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন?
উত্তর : পদার্থবিদ।
১১. ফেলেপসের অলিম্পিক সোনা?
উত্তর: ২৩ টি।
১২. দীর্ঘতম দিন?
উত্তর : ২১ জুন।
১৩. পিরানহা কি?
উত্তর : মাছ।
১৪. মিয়ানমারের প্রেসিডেন্ট?
উত্তর : তিন কিয়াও।
১৫.ইন্টারপোল কি?
উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
১৬. তাহরির স্কয়ার?
উত্তর : কায়রো।
১৭. ওপেক & ককমনওয়েলথ ভুক্ত দেশ।
উত্তর : নাইজেরিয়া।
১৮. হোলসিংকি যে দেশের রাজধানী?
উত্তর: ফিনল্যান্ড।
১৯. উত্তরা গণভবন?
উত্তর : নাটোর।
২০. ব্রাজিল যার উপনিবেশ?
উত্তর : পর্তুগাল।
২১. সালভাদর ঢালি?
উত্তর : চিত্রশিল্পী।
২২. মেক্সিকোর প্রাচীন সভ্যতা?
উত্তর : আজটেক।
২৩. লুভ্যর মিউজিয়াম?
উত্তর : প্যারিস।
২৪. অলিখিত সংবিধান?
উত্তর : যুক্তরাজ্য।
২৫. প্রিজন নোটবুকের রচয়িতা?
উত্তর: আন্তনিও গ্রামসি।
২৬. রিখটারস্কেল মাপে?
উত্তর: ভুমিকম্প।
২৭. ব্রিকসের সদস্য?
উত্তর: দক্ষিন আফ্রিকা।
২৮. মানবাধিকার কমিশনের দপ্তর?
উত্তর: প্যারিস।
২৯. জাপানের অন্য নাম
উত্তর: নিপ্পন।
৩০. ক্রিকেট পিচ?
উত্তর: ৬৬ ফিট।
৩১. লং ওয়াক টু ফ্রিডম বইয়ের রচয়িতা?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
৩২. বিজু পালিত হয়?
উত্তর: পহেলা বৈশাখে।
৩৩. কানাডার প্রধানমন্ত্রী?
উত্তর: জাস্টিন ট্রুডো।
৩৪. প্রথম নারী প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা।
৩৫. অভিন্ন নদী?
উত্তর: ৫৪।
৩৬. রিপাবলিক এর রচয়িতা?
উত্তর: প্লেটো।
৩৭. নজরুল অভিনীত সিনেমা?
উত্তর: ধ্রুব।( ধুপছায়া অপশনে নাই)
৩৮. মাইকেল জর্ডান কি খেলে?
উত্তর: বাস্কেটবল।
৩৯. মধ্য এশিয়ার দেশ নয়?
উত্তর : আলজেরিয়া।
৪০.গারুদা বিমান সংস্থা?
উত্তর: ইন্দোনেশিয়া।
৪১. এডেন সমুদ্রবন্দর?
উত্তর : ইয়েমেন।
৪২. এ এফ পি কার সংবাদসংস্থা?
উত্তর: ফ্রান্স।
৪৩. গ্রীন পিস কি সংস্থা?
উত্তর: পপরিবেশবাদী।
৪৪.জাতিয় স্মৃতি সৌধের স্থপতি?
উত্তর: মইনুল হোসেন।
৪৫. ইউরোপের বড় নদী?
উত্তর: ভলগা।
৪৬. ও আই সি কোথায়?
উত্তর : জেদ্দা।
৪৭. মহাস্থানগড় কোন নদীতীরে?
উত্তর : করতোয়া।
৪৮. ভারতের শেষ মোঘল সম্রাট?
উত্তর: ২য় বাহাদুর শাহ।
৪৯. বাংলার প্রথম নবাব?
উত্তর: মুরশিদকুলী খান।
৫০. সূর্যের নিকটতম গ্রহ?
উত্তর: বুধ।
1. The Gypsies are people who- Answer: are always on the move.
2. The Gypsies like to live in tents because- Answer: it is easy to put them up.
3. The English took them for Egyptians-means: Answer: The English brought them from Egypt.
4. Which of the following words does not match with the word- Wander? Answer: Nomad
5. Which of the following statement is true? Answer: Gypsies are treated with more.
6. Had I heard the weather report, I ——-an umbrella. Answer: I would have taken
7. A day on Mars—–slightly ——-than a day on earth. Answer: is, longer
8. My nephew——chicken pox this weekend. Answer: came round with
9. There’s paper—–the floor. Please put it —–the wastebasket. Answer: on, in
10. Do you know the name of —-artist who painted this portrait? Answer: no article
11. The chairman decided to call off the meeting. The meaning of the words in hold is: Answer: postpone
12. Its Party finished. There is ——-left. Answer: Something
13. The Recipe for Vegetable soup has a number of different——. Answer: ingredients
14. By the middle of the twenty first centuries, the computer—-a necessity is every home. Answer: will have become.
15. Although research scientist had hoped that the new drug interferon ——to be a cure for cancer, its application now appears to be more limited. Answer: would prove
16. Synonym of the Word “Tenacious”. Answer: Firm
17. Like foolish people who continue to live near an active volcano, many of us are ——–about —–of atomic warfare and its attendant destruction. Answer: unconcerned, threat
18. Which word is spelt correctly? Answer: hypochondriac
19. What is the synonym of “Exhausted” Answer: Drained
20. What is the antonym of “Gloomy” Answer: Bright
21. Correct Translation is: Answer: we should be hopeful about our future.
22. Correct Sentence: Answer: the announcer awarded the prize to jamil and me
23. Correct Sentence: Answer: Irom Sharmila Has been on hunger strike since the year 2000.
24. Correct Sentence: Answer: Whose glasses are these? Are these yours or Sohel’s?
25. Value Means: Answer: Principles
Bangla Question Solution (B Unit)
সৌজন্যেঃ studyhelps24.com
Leave a Reply