ঢাবি জনসংযোগ দফতরের ই-মেইল ও টেলিফোন নম্বর পরিবর্তন

du-logo2-150x150

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ই-মেইল ঠিকানা এবং টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়েছে।

জনসংযোগ দফতরের নতুন টেলিফোন নম্বরটি হচ্ছে ৯৬৭০৪২৩ এবং ই-মেইল publicrelations@du.ac.bd ।

এছাড়া, দাফতরিক মোবাইল নম্বর হিসাবে ০১৭১২২২৩৮১৬ ব্যবহার করা হচ্ছে।

জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরসহ বিভিন্ন দফতরের টেলিফোন ও ফ্যাক্স নম্বর ইতোমধ্যেই পরিবর্তন করা হয়েছে।

উপাচার্যের অফিসের ৮৬১৫১৭৭ টেলিফোন নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭২৫৩৩ এবং বাসার ৮৬১৩১৪১ ও ৮৬১৪১২৪ নম্বর পরিবর্তিত হয়ে যথাক্রমে ৯৬৭২৫৩৪ ও ৯৬৭২৫৪৮ হয়েছে। উপাচার্যের অফিসের উপ-রেজিস্ট্রার (সচিব)-এর পূর্বের ৮৬১৮৩৮৩ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭২৫৪৫ হয়েছে। রেজিস্ট্রার দফতরের পূর্বের ৮৬১৪১৫০ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭০৫৩১ হয়েছে। কলেজ পরিদর্শকের পূর্বের ৮৬২৬৮৬৯ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭০৩০৯ হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্স নম্বর ৮৬১৫৫৮৩ পরিবর্তিত হয়ে ৯৬৬৭২২২ হয়েছে।

এখন থেকে নতুন নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1515 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*