আপনার কিছু অজুহাত ও বাস্তবতা

আপনার অজুহাতঃ আমি সঠিক শিক্ষা পাইনি
বাস্তবতাঃ ফোর্ড মটরের মালিক হেনরি ফোর্ডও সঠিক শিক্ষা পাননি।

আপনার অজুহাতঃ আমি খুব গরীব ঘরের সন্তান
বাস্তবতাঃ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামও গরীব ঘরের সন্তান

আপনার অজুহাতঃ আমি ঠিক ভাবে ইংরেজী পারিনা
বাস্তবতাঃ রাজনীতিবিদ ভারতের লালু প্রসাদও ঠিক ইংরেজী জানেন না

আপনার অজুহাতঃ আমার উচ্চতা খুবই কম
বাস্তবতাঃ সচীন টেন্ডুলকারের উচ্চতাও খুব কম

আপনার অজুহাতঃ আমি খুব ছোট চাকরি করি , এতে কি হবে?
বাস্তবতাঃ ধীরুভাই আম্ভানিও ছোটো চাকরি করতেন।

আপনার অজুহাতঃ আমার কাজ শুরু করার মতন অর্থ নেই
বাস্তবতাঃ ইন্ফোসিসের প্রাক্তন চেয়ার্ম্যান নারায়ন মূর্তির কাছেও কাজ শুরু করার মতন অর্থ ছিলোনা । তিনি তার স্ত্রীর গয়না বিক্রী করেছিলেন ।

আপনার অজুহাতঃ আমার বাবা নাই ছোটো বেলাতেই আমার বাবা মারা গেছে
বাস্তবতাঃ প্রখ্যাত স্ঙ্গীতকার এ আর রহমানের বাবাও ছোটো বেলায় মারা গিয়েছিলো ।

বাংলাদেশের রোল মডেলঃ

 

শেখ-আকিজউদ্দিন

আকিজ গ্রুপের মালিক শেখ আকিজউদ্দিন, অমৃত গ্রুপের অমৃত লাল দে সঠিক শিক্ষা পায়নি ।

nipun_kothon_1374774239_1-atiur_rahman-300x180

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান  স্যার গরীব ঘরের সন্তান , বাজার থেকে মানুষের দানের টাকায় তিনি পড়া লেখা করেছেন।

আজাদ প্রোডাক্সের মালিক আজাদ সাহেব খুব গরীব ঘরের সন্তান ।

খেলোয়ার মুসফিক সাহেবের উচ্চতা কিন্তু বেশিনা । শিল্পপতি জহিরুল ইসলাম কিন্তু খাটো ছিলেন !

আজকের তরুনদের প্রেরনা হুমায়ুন আহমেদ স্যার , জাফর ইকবাল স্যার , আহসান হাবিব এরা কিন্তু চরম দারীদ্রতার মধ্যে চরম কস্টে আজ প্রতিষ্ঠিত ( তার বাবা মারা যাওয়ার পর ) !!

বর্তমানে ইউনাইটেট হসপিটালে কর্মরত ডাঃ জহির উদ্দিন আহমেদ স্যার এতিম ছিলেন ছোটো বেলায় বাবাকে হাড়িয়ে অনেক কষ্টে আজ প্রতিষ্ঠিত একজন মনো ও স্নায়ুরোগ চিকিৎসক ( তার কাছথেকে জেনে নিবেন )

কালের কন্ঠের সম্পাদক ও লেখক ইমদাদুল হক মিলনের জীবনি কি জানেন ? সে কস্ট করে আজ প্রতিষ্ঠিত তা জেনে নিবেন !! দারিদ্রতা কত প্রকার ও কি কি তা তিনি জানেন ।

আরো হাজার হাজার উপমা আছে ।

যখনই কোনো ব্যক্তি অজুতাহ করে তখন সে নিজেকেই প্রতারিত করে।
বন্ধু !! আপনি আপনার চলার পথে যত অজুহাত খুঁজে বার করতে পারবেন আমি তারচেয়েও বেশী উদাহরন আপনাকে দিতে পারবো, যারা সমস্ত সমস্যার সমাধান খুঁজে বার করেছিলেন ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*