ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার “খ” ইউনিটের প্রশ্নের সমাধান

ঢাকা বিDUশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “খ” ইউনিটে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, শুভেচ্ছা নিও। আজ ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের ভর্তি পরীক্ষা। তোমরা হয়তো এখন বেশ টেনশন এর মধ্যে আছো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত একটু মানষিক চাপে কাটবে তোমাদের সময়। তোমরা অনেকেই হয়তো এখন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছো। তোমাদের সুবিধার্থে প্রশ্নপত্রের সমাধান পোস্ট করে দিলাম। আশা করি তোমাদের উপকারে আসবে।

প্রকাশ হওয়া মাত্র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পাবেন এই লিঙ্কে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খ ইউনিট এর প্রশ্নের সমাধানঃ

বাংলা সমাধানঃ

১. কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো-যাদের মধ্যে ‘আমিত্ব’ নেই

২. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে’ উক্তিটি কোন রচনার- বায়ান্নর দিনগুলো

৩. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা- বিভীষণের প্রতি মেঘনাদ

৪. নিচের কোনটিতে স্বভাবতই ণ হয়- তূণ

৫. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। মার্জার যেভাবে কথাটি বলেছেন-মনে মনে হেসে

৬. নিচের যে সম্পর্কটি বিসদৃশ (আলাদা) – বারিদ: বারিধি ( বারিদ মানে মেঘ আর বারিধি মানে সাগর)

৭. শ্বাপদ= শ্বন + পদ। এখানে শ্বন শব্দের অর্থ কি?- হিংস্র

৮. একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে-

৯. হন্যমান যে শব্দের বিশেষণ- হনন

১০. —— যার নীচসহ, নীচ সে দুর্মতি। শূন্যস্থানে কি বসবে- গতি

১১. শোক দূর হয়েছে যার- এক কথায় প্রকাশ- বীতশোক

১২. রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- উপমেয়

১৩. অপপ্রয়োগ এর দৃষ্টান্ত নয় কোনটি?- বিষাদ মণ্ডিত

১৪. বাংলা বর্ণমালাযুক্ত ঐ ও ঔ হচ্ছে- যৌগিক বর্ণ

১৫. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়-সার্থকতার

১৬. লক্ষ্মীপেঁচা যার মত করুণ- ধানের গন্ধের মতো

১৭. সমাজের উঁচু মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে- এর পূর্ববর্তী চরণ-ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে

১৮. আপনাকে আমরা মায়ের মত ভালবাসি। ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে কে এ কথা বলেছিলো- লুৎফা

১৯. ঠিক শব্দগুচ্ছ হলো- গণ্ডূষ সায়াহ্ন, ঈপ্সিত

২০. she walks in beauty like the night of cloudless climes and starry skies. এর উত্তম বাংলা অনুবাদ-

তার পথের পরে সৌন্দর্য ঝরে তারাভরা রাতের মত

২১. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা সাথে তুলনা হয়েছে- সূর্য

২২. পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। সিরাজকে হটানোর যে চক্রান্তের সাথে মিল আছে যে বাগধারার?- কালনেমির লঙ্কাভাগ

২৩. ছেলেটি মাকে চিঠি লিখছে। এই বাক্যে লিখছে কোন ক্রিয়া- দ্বিকর্মক

২৪. বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লালসালু গল্পে উক্তিটির তাৎপর্য হলো-বিশ্বাস ও যুক্তির দ্বান্দিকতা

২৫. নিচের বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে- ত্ম- ত+ ন ( ত্ম হবে ত +ম)

সাধারণ জ্ঞানঃ

১. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম- সারি গান

২. ল্যাটিন শব্দ ‘সিভিক্স’ মানে কি- নগর

৩. কোনটি প্রাচীনতম- মহাস্থান ব্রাহ্মী লিপি

৪. ফ্লিপফ্লপ হলো একপ্রকার- লজিক গেট

৫. সামষ্টিক অর্থনীতির জনক কে- জন এম কেইনস

৬. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্ট- টার শিয়ারী যুগের

৭. ভূমিকম্প সৃষ্ট সমুদ্রের ঢেউ নামে পরিচিত- সুনামি

৮. মার্তৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ- গারো ও খাসিয়া

৯. উইং কমান্ডার এ কে এম বাশার (মোহাম্মদ খাদেমুল বাশার) মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন- ৬ নম্বর

১০. সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন ২০১৮ যে স্থানে অনুষ্ঠিত হয়- ক্রাউন প্লাজায় কাঠমুন্ডু সোয়ালটি

১১. বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ যার সাথে যুক্ত- জলবায়ু পরিবর্তন

১২. পারসোনা নন গ্রাটা ( Persona non grata) যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক- কূটনীতিবিদ

১৩. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়- ১৯৭২ সালে ( সে সময় সংরক্ষিত নারী আসন ১৫ টি ছিল)

১৪. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সাথে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা- ইউএন উইমেন (UN Women)

১৫. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র- জয়যাত্রা

১৬. মন্ট্রিল প্রটোকল যার সঙ্গে সম্পর্কিত- ক্লোরোফ্লোরোকার্বন (CFC)

১৭. বঙ্গবন্ধু জেলে ছিল মোট কতদিন-৪৬৬৩ দিন

১৮. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল আছে- ১৮ টি

১৯. মূল্য সংযোজিত সেবা বলতে কি বুঝায়- একই খরচে বাড়তি সেবা

২০. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার- আগারগাঁওয়ে

২১. বাংলাদেশ: দি আনফিনিশড রেভল্যুশন (Bangladesh: the unfinished revolution) গ্রন্থটির রচিয়তা- Lawrence Lifschultz

২২. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় কোন স্থান থেকে- ফ্লোরিডা

২৩. ফিফা ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়- লুঝনিকি স্টেডিয়াম, মস্কো

২৪. ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ- ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা

২৫. জি ৭ শীর্ষ সম্মেলন ২০১৮ যে শহরে অনুষ্ঠিত হয়েছে- লা মালবাই (কানাডা)

২৬. ২০১৭ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে- কাজুও ইশিগুরো

২৭. থিওরি অব এভরিথিং একটি- চলচ্চিত্র

২৮. সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে- মানভির সিং ( ৩ গোল)

২৯. হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিপি- মিশরীয়

৩০. ৭ মার্চ ভবন— বিশ্ববিদ্যালয়ে অবস্থিত- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

৩১. খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান-৩য়

৩২. অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা কত- একজনের বেশী

৩৩. ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০১৮ তে অংশগ্রহণকারী দেশের সংখ্যা- ৬৮ টি

৩৪. ১৬২৬৩ নম্বরে কল করলে যে সেবা পাওয়া যায়- অ্যাম্বুলেন্স

৩৫. ইউএডিপি মানব উন্নয়ন প্রতিদিন ২০১৮ অনুসারে বর্তমানে বাংলাদেশে স্বাক্ষরতার হার- ৭২.৮%

৩৬. Justice delayed is justice denied. উক্তিটি করেছেন- গ্ল্যাডস্টোন (William E. Gladstone)

৩৭. মিয়ানমারে ২০১৬ সালে গঠিত ‘অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট’ এর প্রধান ছিলেন- কফি আনান

৩৮. প্রথম শতভাগ স্যানিটেশন আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা?- কুমিল্লা

৩৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্ত নয়- গণতন্ত্রায়ণ

৪০. ঢাকা মেট্রোরেল ব্যবস্থার অফিশিয়াল নাম- ম্যাস র‍্যাপিড ট্রানযিট সংক্ষেপে এমআরটি (MRT)

৪১. বিমান বাংলাদেশ এর বহরে নতুন সংযোজন- বোয়িং ৭৮৭

৪২. রোজ গার্ডেন বাংলাদেশের একটি- ঐতিহাসিক ভবন

৪৩. সম্প্রতি এশিয়ার যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত করা হয়-চীন

৪৪. বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন- স্পিকার

৪৫. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো- ব্যবহারকারী বান্ধব কৌশল

৪৬. ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এর কোন খণ্ড সম্প্রতি বের হয়েছে- প্রথম খণ্ড

৪৭. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দিওয়ানি লাভ করে- দ্বিতীয় শাহ আলম

( এলাহাবাদ চুক্তি অনুসারে (১৭৬৫) শাহ আলম বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা বা দীউয়ানি প্রদান করেন।)

৪৮. ইসলামের ইতিহাসে —শহরের আদিবাসীগণ আনসার নামে পরিচিত।- মদিনা

৪৯. Heuristic শব্দটি যার সাথে সম্পর্কিত- কৃত্রিম বুদ্ধিমত্তা

৫০. জ্যাক মা উন একজন – উদ্যোক্তা (আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান)

সমাধান করেছেঃ Jobstestbd.com





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*