ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “গ” ইউনিটে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, শুভেচ্ছা নিও। ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের ভর্তি পরীক্ষা। তোমরা হয়তো এখন বেশ টেনশন এর মধ্যে আছো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত একটু মানষিক চাপে কাটবে তোমাদের সময়। তোমরা অনেকেই হয়তো এখন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছো। তোমাদের সুবিধার্থে প্রশ্নপত্রের সমাধান পোস্ট করে দিলাম। আশা করি তোমাদের উপকারে আসবে।
প্রকাশ হওয়া মাত্র ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পাবেন এই লিঙ্কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “গ” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন
সেট – B
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে গ ইউনিট এর প্রশ্নের সমাধানঃ
বাংলা সমাধানঃ
১. আধুনিক বাংলা কবিতায় ভোরের পাখি: বিহারী লাল
২. নিচের কোনটি সঠিক বানান: পরিণয়
৩. কোনটি দ্বিগু সমাস নয়: তেপায়া, দশগজি
৪.আঠারো বছর বয়সে নেই: সংশয়
৫. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ প্রথম প্রকাশিত কোথা থেকে: ঢাকা থেকে
৬. সন্নিকৃষ্ট এর বিপরীত শব্দ-বিপ্রকৃষ্ট
৭. এক স্হান থেকে অন্য স্হানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে- এক কথায় প্রকাশ-যাযাবর
৮. টেঁকে গোঁজা বাগধারাটির অর্থ-নিজের পকেট ভাড়ি করা
৯. মেঘনাদের পিতামহীন নাম কি-নিকষা
১০. নিচের কোনটি শুদ্ধ শব্দ-অন্তঃস্হল
১১. নিচের কোনটির পুরুষবাচক লিঙ্গ নেই-এয়ো
১২. অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা-ওকালতি
১৩. “ধান্য তার বসুন্ধরা যার” উক্তিটি আছে যে রচনায় -চাষার দুক্ষু
১৪. চশমা শব্দটি কোন ভাষার শব্দ-ফারসি
১৫. আহ্বান এর প্রমিত উচ্চারণ-আওভান্
১৬. উদক এর সমার্থক শব্দ-জল
১৭. মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের জড়িত ছিলেন-বুদ্ধির মুক্তি আন্দোলনে
১৮. উপর্যুক্ত এর সন্ধি: উপরি+উক্ত
১৯. নুরুলদীনের বাড়ি কোথায় ছিল-রংপুর
২০. তামার বিষ বাগধারাটির অর্থ-অর্থের কু প্রভাব
ইংরেজি সমাধানঃ
Set-B
26. a ( named after)
27. a ( arrive at)
28. b (divide into)
29. b(familiar for)
30. c ( motivator)
31. b ( deserves)
32. d ( lose)
33. b ( embarrassing)
34. b ( cow:tether)
35. d ( chisel:sculpture)
36. b (accelerate)
37. b ( paper is made from)
38. b ( description of a disagreeable……
39. c (insignificant)
40. d ( impartial)
Business Principles:
১. একটি কোম্পানির নাম বা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয়-ট্রেডমার্ক আইন
২. যে নেতা কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীদের কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না, তাকে বলে-গণতান্ত্রিক নেতা
৩. জোড়া মই শিকল নীতি’ কোনটির সাথে সম্পর্কিত- কর্তৃত্ব অর্পণ ( প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত প্রতিটি ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়াকে জোড়া মই শিকল বলা হয়।)
৪.
বাকি সমাধান আসছে…
সাথেই থাকুন…
সৌজন্যেঃ জবস টেস্ট বিডি
Leave a Reply