জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন ১৭ আগস্ট ২০১৮ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত ১১:৫৯টায় শেষ হয়েছে। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ এর পর Rocket অথবা bKash এর মাধ্যমে আবেদন ফি গ্রহণ করা হয়।

Advertisement

এবারের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ডিভাইজ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি

 

৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট, ১ অক্টোবর দিনের বাকি অংশে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ‘এইচ’ ইউনিট, ২ ও ৩ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট, ৩ অক্টোবর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ‘আই’ ইউনিট, ৪ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদ ‘বি’ ইউনিট, ৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদ ‘সি’ ইউনিট, ৯ অক্টোবর ‘সি’-১ ইউনিট (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) একইদিনে আইন অনুষদ ‘এফ’ ইউনিট, ১০ অক্টোবর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ‘জি’ ইউনিট এবং একইদিনে বিজনেস স্টাডিজ অনুষদ ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচী ডাউনলোড]

আবেদনকারীর সংখ্যাঃ এ বছর ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন অনলাইনে আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনে ১৭১ জন প্রতিযোগিতা করবেন।

বিভিন্ন অনুষদ এর আবেদন ফি নিম্নরূপঃ

আবেদন ফি (সার্ভিসচার্জসহ):

  • A-ইউনিটঃ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ৫৫০.০০ টাকা
  • B-ইউনিটঃ সমাজবিজ্ঞান অনুষদ ৫৫০.০০ টাকা
  • C-ইউনিটঃ কলা ও মানবিকী অনুষদ প্রতি বিভাগ ৫৫০.০০ টাকা
  • D-ইউনিটঃ জীববিজ্ঞান অনুষদ ৫৫০.০০ টাকা
  • E-ইউনিটঃ বিজনেস স্টাডিজ অনুষদ ৫৫০.০০ টাকা
  • C1-ইউনিটঃ কলা ও মানবিকী অনুষদ ৩৫০.০০ টাকা
  • F-ইউনিটঃ আইন অনুষদ ৩৫০.০০ টাকা
  • G-ইউনিটঃ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ৩৫০.০০ টাকা
  • H-ইউনিটঃ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ৩৫০.০০ টাকা
  • I-ইউনিটঃ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ৩৫০.০০ টাকা

ইউনিট ভিত্তিক মানবণ্টন :

  • A Unit ( গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ )ঃ গণিত – ২২ , পদার্থবিজ্ঞান – ২২ , রসায়ন – ২২ , বাংলা – ৩ , ইংরেজি – ৩ , বুদ্ধিমত্তা ( বিজ্ঞান বিষয়ক ) – ৮ নম্বর।
  • B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ )ঃ বাংলা – ১০, ইংরেজি – ১৫ , গণিত – ১৫ , সাধারণ জ্ঞান – ২৫ , বুদ্ধিমত্তা ( IQ ) – ১৫ নম্বর।
  • C Unit ( কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত)ঃ বাংলা – ১৫ , ইংরেজি – ১৫ , অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৫০ নম্বর।
  • C1 Unit ( কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)ঃ বাংলা – ১০ , ইংরেজি – ১০ , অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৬০ নম্বর।
  • D Unit ( জীববিজ্ঞান অনুষদ)ঃ বাংলা + ইংরেজি = ৮ , রসায়ন = ২৪ , উদ্ভিদবিজ্ঞান – ২২, প্রাণি বিদ্যা – ২২ এবং বুদ্ধিমত্তা ( IQ ) – ৪ নম্বর।
  • E Unit ( বিজনেস স্টাডিজ অনুষদ)ঃ বাংলা – ১০ , ইংরেজি – ৩০ , গণিত – ৩০ এবং ব্যবসায় সম্পর্কিত সাধারণ জ্ঞান – ১০ নম্বর।
  • F Unit ( আইন অনুষদ )ঃ বাংলা – ২৫ , ইংরেজি – ২৫ , সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা – ৩০ নম্বর।
  • G Unit ( ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ( IBA – JU ): বাংলা – ৫, ইংরেজি – ৩০, Mathematical Aptitude & IQ – ৩০ , সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় – ১০ এবং মৌখিক পরীক্ষা – ৫ [মৌখিক পরীক্ষাতে সর্বনিন্ম ৩৫% নাম্বার পেতে হবে]
  • H Unit ( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি): বাংলা – ৫ , ইংরেজি – ১৫ , গণিত – ৪০ , পদার্থবিজ্ঞান – ২০ নম্বর।
  • I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): বাংলা – ১৫ , ইংরেজি – ১৫ , বিশ্বসাহিত্য – ১০, সাধারণ জ্ঞান – ১০, সংস্কৃতি – ৫, নৃবিজ্ঞান – ৫, প্রত্নতত্ত্ব – ৫, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ – ১০, ইতিহাস-ঐতিহ্য – ৫ নম্বর।

প্রবেশপত্র সংগ্রহঃ ২২ সেপ্টেম্বর ২০১৮ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে।

প্রবেশপত্র ডাউনলোড এর লিংকঃ সকল শিক্ষা বোর্ড | O Level/A Level | বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আসন বিন্যাসঃ পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম, ভবনের নাম ইত্যাদি যাবতীয় তথ্যসহ সিটপ্ল্যান SMS করে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিংক থেকেও জানা যাবে৷

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচির কোনো পরিবর্তন হলে এখানে তা আপডেট করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফলঃ ভর্তি পরীক্ষার ফলাফল প্রতি ইউনিট এর পরীক্ষা শেষ হওয়ার ৩ দিনের মধ্যে প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এখানেও পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে টেলিটক থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলঃ এসএমএস এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

JU<space>R<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ JU<space>R<space>1100001

এরপর পাঠিয়ে দিন 9933  নম্বরে।

সকল ইউনিট এর ফলাফল জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

মৌখিক পরীক্ষার সময়সূচী বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

এসএমএস এর মাধ্যমে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

JU<space>S<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ JU<space>S<space>1100001

এরপর পাঠিয়ে দিন 9933  নম্বরে।

সকল ইউনিট এর আসন বিন্যাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ঠিকানাঃ  ju-admission.org

ইউনিট ভিত্তিক বিস্তারিত আসন বিন্যাস জানতে এখানে ক্লিক করুন

 

[ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]





About আল মামুন মুন্না 801 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*