নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি সার্কুলার ২০২০-২০২১ঃ নটর ডেম কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় নটর ডেম কলেজকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা অনুসরণ করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে বিধায় এ বছর শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে এনে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী এ বছর ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তির ভার্চুয়ালি (অনলাইন) লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন মৌখিক পরীক্ষা হবে না। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। ভর্তি পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল মোবাইলে SMS করে জানাবো হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদন পদ্ধতিঃ নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন গ্রহণ করবে।
ভর্তি আবেদন ফরম পূরণঃ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ০৯ আগস্ট ২০২০ তারিখ প্রথম প্রহর ১২ঃ০১ মিনিট হতে ১৬ আগস্ট ২০২০ ভোর ০৬ টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইট https://www.mcampus-admission.online/ndc অথবা নটর ডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট http://www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। ভর্তি আবেদন করার নিয়মাবলি নিচে আলোচনা করা হলো।
ভর্তির আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ২৬০/- টাকা (আবেদন ফি বাবদ ২৫৫/- + বিকাশ চার্জ ৫/-) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে।
হেল্প লাইনঃ ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৬৭৬০৭৭৭৭ (সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত)।
ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ – বাংলা মাধ্যম ও ইংরেজী মাধ্যম (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা- GPA-4.00। এসএসসি-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজী ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃবিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।
নটর ডেম কলেজের আসন সংখ্যাঃ বিজ্ঞান বিভাগঃ বাংলা মাধ্যম-১৭৮০, ইংরেজী ভার্সন- ৩০০, মানবিক বিভাগ- ৪০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ- ৭৫০।
নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষাঃ ১৬ আগস্ট তারিখে এসএমএস এর মাধ্যমে পরিক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ (এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।)
নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
অনলাইনে আবেদন করার নিয়ম
নটর ডেম কলেজে অনলাইনে ভর্তি আবেদন করার নিয়মাবলি
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
নটর ডেম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.notredamecollege-dhaka.com
আমি এস. এস.সি ও এইচ.এস.সি তে মোট ৬.৭৩ পেয়েছি আমি কি কোন সরকারি কলেজে ভতির্ হতে পারবো
কোটা কেন আবার ?আর কোনো কোটা চাইনা।
4.86 বাণিজ্য থেকে ।আমার কি সুযোগ হবে
নটর ডেম কলেজের ভর্তি অনলাইনের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে?
নটর ডেম কলেজে science থেকে arts এর ভর্তি পরিক্ষা দিতে পয়েন্ট কত লাগবে জানি। কিন্তু পরিক্ষাটা কোন বিষয়ের উপর হবে৷ সাইন্স না আর্টস৷এবং কত মার্কের দয়াকরে জানাবেন ।
নটর ডেম কলেজে science থেকে arts এর ভর্তি পরিক্ষা দিতে পয়েন্ট কত লাগবে জানি। কিন্তু পরিক্ষাটা কোন বিষয়ের উপর হবে৷ সাইন্স না আর্টস৷এবং কত মার্কের দয়াকরে জানাবেন ।
Science er upor exam hoba. Ami o same vaya
এ বারের মাধ্যমিকে ফলাফল এ + এর সংখ্যা খুবি কম…
পাসের হার বেরেছে কিন্তু + এর হার কমেছে… এর পরকি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হতে হলে + লাগবে?????
জ্বি এবারো লাগবে জিপিএ ৫.০০
সাইন্স এর। পরীক্ষাই কি কি বই পড়তে হবে
Dear sir আমি কি নটরডেম কলেজে ভর্তি হতে পারবো?