অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪-২০২৫ পদ্ধতি, আবেদন ফরম পূরণ, আবেদন করার নিয়ম

অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪-২০২৫ পদ্ধতি, আবেদন ফরম পূরণ প্রক্রিয়া, আবেদন করার নিয়ম, কলেজ ভর্তির সার্কুলার ২০২৪-২০২৫ ইত্যাদি তথ্য নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ইন্টারনেট অনলাইনের এর মাধ্যমে ২৬ মে থেকে ১১ জুন ২০২৪ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) এর মধ্যে, ২য় পর্যায়ে ৩০ জুন থেকে ০২ জুলাই পর্যন্ত, ৩য় পর্যায়ে ০৯ জুলাই থেকে ১০ জুলাই  ২০২৪ পর্যন্ত online –এ আবেদনপত্র দাখিল করা যাবে। আবেদন ফি (Rocket /bKash/Nagad/Sonali eSheba/Sonali Web Payment এর মাধ্যমে) জমা দেওয়া যাবে। অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২৪-২০২৫, ভর্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

একাদশ শ্রেণিতে আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় লিংকসমূহ

অনলাইনে কলেজ ভর্তির আবেদন করার নিয়ম ২০২৪

অনলাইনে কলেজ ভর্তির আবেদন করার নিয়ম ২০২৪, একাদশ শ্রেণী ভর্তির আবেদন ফরম পূরণ করার পদ্ধতি ২০২৪-২০২৫ নিয়ে এখন আলোচনা করবো। নিচের পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি সহজেই একাদশ শ্রেণী ভর্তির আবেদন ২০২৪ করতে পারবেনঃ

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র রকেট/বিকাশ/নগদ/সোনালী ই-সেবা/সোনালী ওয়েব পেমেন্ট ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার বোর্ড, রোল নম্বর এবং পাসের সন ব্যবহার ১৫০/- টাকা ফি জমা প্রদান করতে হবে।

ক) বিকাশের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।

খ. রকেটের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

গ. নগদের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

১. রকেট/বিকাশ/নগদ/সোনালী ই- সেবা/ সোনালী ওয়েব পেমেন্ট এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd)  Apply Online -এ Click করতে হবে।

এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।
২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।
৩. অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি (ইন্টারনেট এবং SMS উভয় পদ্ধতি মিলে) সর্বমোট কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবে।
৪. এরপর আবেদনকারী “Preview Application” Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন। তবে এসএমএস ৫টির বেশী করতে পারবে না।
৫. Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী “Submit” Button-এ ক্লিক করবেন।
৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গোপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন
সংশোধন ও ভর্তি  সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।
৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print)
নিতে পারবেন।

উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (অর্থাৎ রকেট/বিকাশ/নগদ/সোনালী ই-সেবা, সোনালী ওয়েব পেমেন্ট) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।

SMS এর মাধ্যমে কলেজ ভর্তির আবেদন ২০২৪-২০২৫

এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে না। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

কলেজ ভর্তির আবেদন ফি কত?

  • গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা ।

আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি করলেও ১৫০/- চার্জ করবে।

কলেজ ভর্তির ১ম পর্যায়ে আবেদনের শেষ তারিখ

১ম পর্যায়ে আবেদন প্রক্রিয়া ২৬ মে থেকে শুরু হবে এবং কলেজ ভর্তির ১ম পর্যায়ে আবেদনের শেষ তারিখ ১১ জুন ২০২৪ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে)।

কলেজ ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট কবে দিবে?

ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের কলেজ ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট ২৩ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৩ জুন থেকে ২৯ জুন ২০২৪ পর্যন্ত।

কলেজ ভর্তির ২য় পর্যায়ে আবেদনের শেষ তারিখ ২০২৪

২য় পর্যায়ে আবেদন গ্রহণ ৩০ জুন থেকে শুরু হবে এবং ২য় পর্যায়ে আবেদনের শেষ তারিখ ০২ জলাই ২০২৪।

কলেজ ভর্তির ১ম মাইগ্রেশনের রেজাল্ট ২০২৪ কবে দিবে?

কলেজ ভর্তির ১ম মাইগ্রেশনের রেজাল্ট ২০২৪ আগামী ০৪ জুলাই ২০২৪ তারিখ প্রকাশ করা হবে।

কলেজ ভর্তির ২য় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে?

কলেজ ভর্তির ২য় মেধা তালিকার রেজাল্ট ২০২৪ আগামী ০৪ জুলাই ২০২৪ তারিখ প্রকাশ করা হবে।

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ০৫ থেকে ০৮ জুলাই ২০২৪ পর্যন্ত।

কলেজ ভর্তির ৩য় পর্যায়ে আবেদনের শেষ তারিখ ২০২৪

কলেজ ভর্তির ৩য় পর্যায়ের আবেদন প্রক্রিয়া ০৯ ও ১০ জুলাই ২০২৪ চলবে।

কলেজ ভর্তির ২য় মাইগ্রেশনের ফল প্রকাশের তারিখ

১২ জুলাই ২০২৪ । (রাত ৮:০০ টায়)

কলেজ ভর্তির ৩য় মেরিট লিস্টের রেজাল্ট কবে দিবে?

১২ জুলাই ২০২৪ । (রাত ৮:০০ টায়)

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১৩থেকে ১৪ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।

কলেজ ভর্তির শেষ তারিখ ২০২৪

১৫ জুলাই  থেকে ২৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত কলেজ ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কলেজসমূহে চলবে।

একাদশ শ্রেণীর ক্লাশ শুরুর তারিখ ২০২৪

৩০ জুলাই ২০২৪ 

একাদশ শ্রেণী ভর্তির কলেজ কর্তৃক (Confirmation) নিশ্চিতকরণ ২০২৪

নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ৩৩৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

কলেজ ভর্তির সার্কুলার ২০২৪-২০২৫

কলেজ ভর্তি সার্কুলার ২০২৪ pdf ডাউনলোড করুন

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারছে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে তবে এবার প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ একটি কলেজ নির্ধারণ করে মনোনীত করবে। মনোনীত কলেজটি পরিবর্তন করতে চাইলে এসময় (৩য় পর্যায় পর্যন্ত) মাইগ্রেশনেরও সুযোগ থাকবে।

কলেজ ভর্তির হেল্পলাইন নম্বর

আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার সম্মুখীন হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন…

Help Line:

01789309980

01789309981

01751624444

01732487334

উপসংহার

এই আর্টিকেলে আমি অনলাইনে কলেজে ভর্তির আবেদন ২০২৪-২০২৫ পদ্ধতি, আবেদন ফরম পূরণ প্রক্রিয়া, আবেদন করার নিয়ম, কলেজ ভর্তির সার্কুলার ২০২৪-২০২৫ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। এসএসসি পাশ করার পর একজন ছাত্রের স্বপ্ন থাকে ভালো অথবা নিজের পছন্দমত একটি কলেজে ভর্তির সুযোগ পাওয়া। অনেক সময় আবেদনের ক্ষেত্রে ছোট একটি ভুলের কারণেরও অনেকে ভালো কলেজে সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে। তাই এই আর্টিকেলে দেওয়া নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে, বুঝে তারপর কলেজ ভর্তির আবেদন ফরম পূরণ করার অনুরোধ করছি। সবার জন্য শুভ কামনা জানিয়ে আজ এখানে শেষ করছি।





About আল মামুন মুন্না 821 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*