রাবিতে অনুষ্ঠিত হলো ‘’স্টাডি ইন জার্মানি’’ শীর্ষক সেমিনার

রাজশাহীবিশ্ববিদ্যালয় হায়ারস্টাডি ক্লাবের (https://www.facebook.com/groups/RUHigherStudyClub/) আয়োজনে ১২ মার্চ বৃহস্পতিবার রাবির ডিনস কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেল ‘’স্টাডিইন জার্মানি’’ শীর্ষক সেমিনার। সেমিনারে পড়াশোনার জন্য জার্মানিতে এপ্লিকেশনের খুঁটিনাটি, নিজের এপ্লিকেশনের অভিজ্ঞতাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে  আলোকপাত করেন জার্মানির South Westphalia University of Applied Sciences এর ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমসের মাস্টার্স শিক্ষার্থী জনাব আসিফ শাহরিয়ার। একই সাথে জনাব আসিফ শাহরিয়ার জার্মানিতে থাকা, ভিসা, সিভি এবং জার্মান ভাষা শেখার প্রয়োজনীয়তা সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির প্রতি আলোকপাত করেন।Seminer on Study in Germany

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন। তিনি নিজের বিদেশে উচ্চ শিক্ষার অভিজ্ঞতা ছাত্র ছাত্রীদের সাথে শেয়ার করেন। তিনিবলেন ‘আমাদের সময়ে বিদেশে উচ্চ শিক্ষা নেয়ার চিন্তা করাটাও অনেক দুরূহ ছিল। এখন হলে হলে ওয়াইফাই। তোমরা সহজেই ইমেইল করে বাইরের প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারছ। এখন একটা ক্লাবই আছে এই বিষয়ে কাজ করার জন্য। ইনফরমেশন পাওয়াটাও সহজ। সব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট আছে। সেখানে তাদের সকল অফারিংস দেয়া থাকে। এইটা অনেক সৌভাগ্যের ব্যাপার। তোমাদের এই রিসোর্সগুলোকে কাজে লাগাতে হবে। দক্ষ জনগোষ্ঠী হয়ে ওঠার জন্য হায়ার স্টাডি করতে হবে‘। হায়ার স্টাডি ক্লাবের সবাইকে তিনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই ধরণের সেমিনার সামনের দিনগুলোতে আরো বেশি বেশি করে আয়োজন করার নির্দেশ দেন। তার জন্য প্রশাসন থেকে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।

 

সেমিনারের বিশেষ অতিথি এবং হায়ার স্টাডি ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মো. ওয়াসিউজ্জামান বলেন ‘হায়ার স্টাডি করাটা আমাদের জন্য নবদিগন্ত উন্মোচন করে দিতে পারে। এই সেক্টরে কাজ করাটা জরুরি।‘  তিনি হায়ার স্টাডি ক্লাব এই ধরণের ইভেন্ট সামনে আরও বেশি বেশি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারের সভাপতিত্ব করেন হায়ার স্টাডি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সালেহ রোকন। তিনি বলেন ‘আমাদের ছাত্রছাত্রীদের আর দেশের বাইরের সুযোগগুলোর মাঝে ইনফরমেশন গ্যাপ আর মটিভেশনাল গ্যাপ বিদ্যমান। হায়ার স্টাডি ক্লাবের প্রধান লক্ষ্য এই গ্যাপ গুলো কমানো।‘

তিনি বলেন বাংলাদেশ উন্নত হবে খুব শিঘ্রই। এর জন্য দরকার হবে একটা দক্ষ জনগোষ্ঠী।ন যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনগোষ্ঠী তৈরির জন্য প্রস্তুত না, সেহেতু আমাদের দেশের বাইরে উচ্চশিক্ষা এখন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। তিনি সামনের দিনগুলোতে প্রশাসন ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা কামনা করেন।

সেমিনারটি দুপুর ২.৩০মিনিট থেকে সন্ধ্যা ৬.৩০মিনিট পর্যন্ত চলে। সেমিনার শেষে আগত অংশগ্রহণকারীদের উচ্চশিক্ষা বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন জনাব আসিফ শাহরিয়ার। উক্ত সেমিনারের কিছু আলোকচিত্র নিচে দেওয়া হলোঃ





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*