বইমেলায় বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বই

বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য দরকারি তথ্য ও পরামর্শমূলক বই ‘বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য‘ আজ বইমেলায় এসেছে। বইটি একুশে বইমেলায় ৫৭৭ নম্বর স্টলে (বেহুলা বাংলা) পাওয়া যাবে। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির অনুমতি, বৃত্তি, ভিসা পাওয়ার নিয়মসহ থাকছে পূর্ণাঙ্গ গাইডলাইন।bideshe uchchosikkha o Visa tothyo
বইটিতে আরো যা যা থাকছে—
* বিদেশে উচ্চশিক্ষার পূর্ব প্রস্তুতি, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া নিয়ে আলোচনা ও পরামর্শ
* আইইএলটিএস/টোফেল সম্পর্কে ধারণা ও ভালো করার টেকনিক
* ভর্তি প্রক্রিয়ার ধাপ ও দরকারি কাজপত্র ও খরচ সম্পর্কে ধারণা
* বিভিন্ন দেশে উচ্চশিক্ষার তথ্য ও দেশভিত্তিক প্রথমসারির বিশ্ববিদ্যালয়ের তালিকা
* আন্তর্জাতিক বৃত্তি নিয়ে বিনা খরচে পড়াশোনা, কবে-কখন কোন বৃত্তি, আবেদন কিভাবে ইত্যাদি
* বিদেশে গবেষণা, রিকমেন্ডেশন লেটার ও রিসার্চ প্রপোজালের দরকারি তথ্য
* দরকারি ঠিকানা/ওয়েব ডিরেক্টরি
বইটির লেখক : হাবিব তারেক
প্রকাশক : বেহুলা বাংলা
দাম : ‌১৩৫ টাকা
বইটি পাওয়া যাবে একুশে বইমেলায় ৫৭৭ নম্বর স্টলে (বেহুলা বাংলা) । এ ছাড়া দেশের যেকোনো জায়গা থেকে রকমারির ওয়েবসাইটে (www.rokomari.com) কিংবা ফোনে (১৬২৯৭) অর্ডার করে বই কেনা যাবে। সেক্ষেত্রে বই বুঝে নেওয়ার সময় বইয়ের দামের সঙ্গে বাড়তি ৩০ টাকা (শিপিং চার্জ) দিতে হবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*