অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সার্কুলার, আবেদন ফরম – অনার্স শিক্ষাবৃত্তি ২০২৩

By আল মামুন মুন্না

Published on:

আপনি কি অনার্স শিক্ষাবৃত্তি ২০২৩ এর তথ্য পেতে চান? অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৩ এর সার্কুলার প্রকাশ করা হয়েছে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারো প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সার্কুলার প্রকাশ করা হয়েছে। প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি 2023, আবেদনের যোগ্যতা, আবেদন ফরম, আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় বিস্তারিত সকল তথ্য এই পোস্টে তুলে ধরবো।

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৩ সার্কুলার PDF

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৩ সার্কুলার PDF

বৃত্তির নাম প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম প্রাইম ব্যাংক ফাউন্ডেশন
বৃত্তি প্রার্থীর এইচএসসি পাশের বছর ২০২২ বা ২০২৩
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট ন্যুনতম জিপিএ ছাত্রদের ক্ষেত্রে ৯:০০ ও ছাত্রীদের ক্ষেত্রে ৮.৮
আবেদনের সময়সীমা ৩০শে আগস্ট, ২০১৩
আবেদনের লিংক scholarship.primebankfoundation.org

আরো দেখুনঃ

প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের যোগ্যতা ২০২৩

  • কেবলমাত্র ২০২২ বা ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। তবে, যারা এখনো এবছর স্নাতক পর্যায়ে ভর্তি সম্পূর্ণ করতে পারেনি তাদেরকে ভর্তির পরপরই ভর্তি রসিদের কপি জমা দিতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ছাত্রদের ৯:০০ ও ছাত্রীদের ৮.৮ থাকতে হবে।
  • অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।

আবেদনের নিয়মাবলী

  • অনলাইনে অথবা ডাকযোগের যে কোন একটিতে আবেদন করতে হবে।
  • অনলাইনে আবেদন ফরম পাবেন এই লিংকেঃ scholarship.primebankfoundation.org
  • প্রাইম ব্যাংকের সকল শাখায় আবেদনপত্র পাওয়া যাবে। স্নাতক পর্যায়ে ভর্তির রসিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
  • অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষাবৃত্তি পেয়ে থাকলে আবেদনপত্রে উল্লেখ করুন।
  • আয়ের সনদ ও অন্যান্য তগ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদন বা বৃত্তি বাতিল বলে গণ্য হবে।
  • বৃত্তি মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্য

  • হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক/ভূমিহীন/গৃহহীন/দিনমজুর/ভিক্ষাবৃত্তি/নদীভাঙ্গন কবলিত/মঙ্গাপিড়ীত/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহোল্ডার/ক্ষুদ্র ঋণ গ্রহীতা/গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং-কারিগরি ও বিদেশে কর্মরত আদিবাসী বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সন্তান বা তাঁদের উপর নির্ভরশীল সদস্য (ঋণগ্রস্ত/ভূমিহীন পারিবারিকভাবে দুর্বল আর্থ-সামাজিক অবস্থা) শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য। এক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণাদি অবশ্যই সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর সময়সীমা ও ঠিকানাঃ

  • যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ৩০শে আগস্ট, ২০১৩ তারিখের মধ্যে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
  • প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম টাওয়ার, প্লট # ৮ ও ৩৫ (১০ম তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

উপসংহার

এই আর্টিকেলে আমরা প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি 2023 সার্কুলার, আবেদনের যোগ্যতা, আবেদন ফরম পূরণ পদ্ধতি, আবেদন প্রক্রিয়া ইত্যাদি আলোচনা করেছি। এছাড়া অন্যান্য চলমান শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে জানতে লেখাপড়া বিডির শিক্ষাবৃত্তি বিভাগে ভিজিট করুন।

Leave a Comment