এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২৩ pdf – লজিক ১ম পত্র MCQ সমাধান 2023

যুক্তিবিদ্যা প্রথম পত্র সমাধান

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২৩, আজকের এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ সমাধান 2023, এইচএসসি লজিক MCQ সমাধান 2023 মিলিয়ে নাও এখান থেকে।। তোমাদের এইচএসসি পরীক্ষা ২০২৩, ১৭ আগস্ট ২০২৩ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সাধারণত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এইচএসসি ২০২৩ পরীক্ষা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারো বাংলা ১ম পত্র পরীক্ষা ২০২৩ দিয়ে আজ এইচএসসি পরীক্ষা শুরু হলো। তোমরা জেনে খুশি হবে যে আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষা ২০২৩ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান এর উদ্যোগ নিয়েছি। এই পোস্টে আমরা আজ অনুষ্ঠিত HSC যুক্তিবিদ্যা ১ম পত্রের MCQ প্রশ্ন সমাধান 2023 ক,খ,গ ও ঘ সেট ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল,সিলেট বোর্ড অর্থাৎ সকল বোর্ড নিয়ে আলোচনা করবো। আরো দেখোঃ এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

এইচএসসি ২০২৩ যুক্তিবিদ্যা ১ম পত্র mcq উত্তরমালা

তুমি যদি এইচএসসি 2023 যুক্তিবিদ্যা প্রথম পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা আজকের এইচএসসি ২০২৩ যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ উত্তর বা এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এইচএসসি লজিক ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। তাই আমাদের এই পোস্টের সাথেই থাকো। 

পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC)
বিষয়ের নাম যুক্তিবিদ্যা ১ম পত্র
সাবজেক্ট কোড ১২১
প্রশ্নের ধরণ বহুনির্বাচনি (MCQ)
সেট কোড ক, খ, গ ও ঘ
মোট নম্বর ৩০
পরীক্ষার সময় ৩০ মিনিট
পরীক্ষার তারিখ ২৯ আগস্ট ২০২৩ তারিখ
বোর্ডের নাম ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল,সিলেট

এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে facebook.com/LekhaporaBD ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এইচ এস সি যুক্তিবিদ্যা ১ম পত্র এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২৩ পেতে সাহায্য করো।

এইচএসসি প্রশ্ন সমাধান 2023: যুক্তিবিদ্যা ১ম পত্র

এইচএসসি পরীক্ষা-২০২৩
যুক্তিবিদ্যা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

সিলেট বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

সিলেট বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

সিলেট বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

রাজশাহী বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র প্রশ্ন এমসিকিউ সমাধান ২০২৩

যশোর বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

যশোর বোর্ড / যুক্তিবিদ্যা

১। সহানুমানের সিদ্ধান্তে অনুপস্থিত থাকে কোন পদ?

২। কারণ হলো কার্যের –

i. অপরিবর্তনী পূর্ববর্তী ঘটনা

ii. পরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা 

iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা 

নিচের কোনটি সঠিক?
৩। কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য? 
৪। নিচের কোনটি পদযোগ্য শব্দ? 
৫। সহানুমানে কয়টি পদ থাকে?
৬। যুক্তিবিদ্যার জনক কে?
৭। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি? 
৮। Logic শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
৯। স্বামী-স্ত্রী কোন ধরনের পদ?
১০। যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?
১১। বিধেয়ক হলো—
১২। সকল ময়না হয় পাখি—এই যুক্তিবাক্যে ময়না পদটি পাখি পদের—
১৩। জাতি ও উপজাতি কোন ধরনের পদ?
১৪। AEb In Op সূত্রটির প্রবক্তা কে?
১৫। অনুমানের ভাষাগত রূপ হচ্ছে-
১৬। যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?
১৭। পদের ব্যপ্যতার নিয়ম কয়টি?
১৮। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে 

i. কম ব্যাপক 

ii. সমব্যাপক 

iii. বেশি ব্যাপক 

নিচের কোনটি সঠিক?
১৯। E বাক্যকে আবর্তন করলে কোনটি পাওয়া যায়?
২০। নিচের কোনটি প্রকৃত আরোহ?
২১। চিত্র-১ কোন যুক্তিবাক্যের নির্দেশক?
২২। চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কীসের পার্থক্য?

i. পরিমাণের 

ii. ব্যাপ্যতার

iii. গুণের 

নিচের কোনটি সঠিক?
২৩।উদ্দীপকটির সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয়—
২৪। উদ্দীপকটিতে কোন ধরনের অনুপপত্তি হয়েছে? 
২৫। উদ্দীপকটিতে পদের কোন সম্পর্কের প্রতিফলন ঘটেছে?
২৬। উদ্দীপকের বেলায় নিম্নের কোনটি সঠিক?
২৭। উদ্দীপকে জেবার বক্তব্যে আরোহের কোন দিকটি ফুটে উঠেছে?
২৮। উদ্দীপকে জেবা ও সাকিবের বক্তব্যে আরোহের যে দুটি দিককে ইঙ্গিত করেছে তাকে বলা হয়—
২৯। উদ্দীপকে শিহাবের বক্তব্যটি কোন ধরনের যুক্তিবাক্যকে বোঝায়?
৩০। উদ্দীপকে আসিফ ও আলীমের বক্তব্য হলো—

ঢাকা বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

ঢাকা বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

কুমিল্লা বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

ময়মনসিংহ বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

চট্টগ্রাম বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

মাদ্রাসা বোর্ড আলিম যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

দিনাজপুর বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

বরিশাল বোর্ড এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র প্রশ্নের সমাধান ২০২৩ pdf Download

সাধারণত পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা ধারণা করতে পারে যে তার পরীক্ষায় কত মার্কস পেতে পারে। তবে এমসিকিউ উত্তর দেওয়ার সময় কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকে আন্দাজে দিয়ে থাকে। তাই সঠিক উত্তর মিলিয়ে দেখার কিংবা এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র প্রশ্নের সমাধান ২০২৩ pdf Download করার প্রয়োজন পড়ে। তুমি যদি এইচএসসি যুক্তিবিদ্যা ১ম এমসিকিউ প্রশ্নের ১০০% সঠিক সমাধান ২০২৩ খুঁজতে এখানে এসে থাকো, তাহলে আশা করছি এখান থেকে সন্তোষজনক সমাধান পাবে।

এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সাজেশন ২০২৩

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের এইচএসসি পরীক্ষা ২০২৩ এর প্রতিটি বিষয়ের প্রশ্ন সমাধানের সাথে পরবর্তী পরীক্ষা গুলোর সাজেশন পেতে চাও তাহলে আমরা তোমাকে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করার অনুরোধ করবো। এবং তুমি যদি এইচএসসি পরীক্ষার সাজেশন পেতে চাও তাহলে আমাদেরকে ইনবক্সে জানাও আমরা তোমাদের জন্য সাজেশন তৈরি করে তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সাজেশন 2023 ।

শেষকথা

আমরা বলছিনা আমাদের করা HSC যুক্তিবিদ্যা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান 2023 বা এইচএসসি লজিক ১ম পত্র MCQ সমাধান 2023 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২৩ সংশোধন করে দেব। আর এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। আশা করছি এই দিনগুলোতেও তোমাদেরকে আমাদের সাথে পাবো।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*