এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ সকল বোর্ডের MCQ উত্তরমালা PDF

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৩ গত ৩০ এপ্রিল ২০২৩ তারিখ রবিবার থেকে শুরু হয়েছে। সাধারণত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয় এসএসসি ২০২৩ পরীক্ষা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারো বাংলা ২য় পত্র পরীক্ষা ২০২৩ দিয়ে আজ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। গতবছরও বাংলা প্রথম প্রত্র পরীক্ষা দিয়ে শুরু হয়েছিল SSC পরীক্ষা। তোমরা জেনে খুশি হবে যে আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২৩ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। গতবারও আমরা এসএসসির প্রশ্ন সমাধান করেছিলাম। আজকের  এই পোস্টে আমরা SSC বাংলা ২য় পত্রের MCQ প্রশ্ন সমাধান 2023 নিয়ে আলোচনা করবো। এসএসসি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ । আজকের এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩ দেখুন এখান থেকে। আজকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ পরীক্ষা ২০২৩। আরো দেখুনঃ বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩ দেখুন SSC Bangla 2nd Paper MCQ Question solution 2023

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

তুমি যদি এসএসসি 2023 বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। 

পরীক্ষার নাম এসএসসি ও সমমান ২০২৩
শিরোনাম এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ SSC বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন ও উত্তর ২০২৩
বিষয়ের নাম বাংলা ২য় পত্র
প্রশ্নের ধরণ বহুনির্বাচনি (MCQ)
পরীক্ষার তারিখ ০২ মে ২০২৩
বোর্ডের নাম ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট

এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ PDF

তুমি যদি এসএসসি 2023 বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং ছবি আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এসএসসি প্রশ্ন সমাধান 2023: বাংলা ২য় পত্র করে দেব ইনশাআল্লাহ।

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/LekhaporaBD/ ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এস এস সি বাংলা ২য় পত্র এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২৩ পেতে সাহায্য করো।

এসএসসি প্রশ্ন সমাধান 2023: বাংলা ২য় পত্র

এসএসসি পরীক্ষা-২০২৩
বাংলা (আবশ্যিক) ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

চট্টগ্রাম বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

ময়মনসিংহ বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

যশোর বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

প্রশ্ন ও উত্তর:

১। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?

উত্তর: (খ) ফুসফুস 

২। মোট কয়টি স্বরধবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে?

উত্তর: (গ) ১০টি

৩। কোনটি পার্শ্বিক ব্যাঞ্জনধ্বনি?

উত্তর: (ক) ল

৪। কোন শব্দটি ব – ফলার উচ্চারণ হবে না?

উত্তর: (ঘ) স্বাধীন

৫। সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

উত্তর: (ক) বাঘা

৬। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে?

উত্তর: (গ) দ্বন্দ্ব

৭। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

উত্তর: (ঘ) গবাক্ষ

৮। ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি?

উত্তর: (খ) জ্বলজ্বল

৯। নিচের কোনটি দেশি শব্দ?

উত্তর: (ক) টোপর

১০। ক্রিয়া-বিশেষ্য কোনটি?

উত্তর: (খ) শয়ন

১১। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম?

উত্তর: (গ) তুই

১২। ‘আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন’-এ বাক্যে ‘অনেক’ কোন জাতীয় বিশেষণ?

উত্তর: (ঘ) পরিমাণগত

১৩। ‘প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন’- এখানে মুখ্যকর্ম কোনটি?

উত্তর: (ক) বই

১৪। ‘যত পড়ছি, ততই নতুন করে জানছি’-বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?

উত্তর: (গ) সাপেক্ষ যোজক

১৫। ‘যাকগে, ওসব কথা থাক’ বাক্যটিতে রয়েছে-

উত্তর: (ঘ) অলংকার আবেগ

১৬। কোন নির্দশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে?

উত্তর: (ক) জন

১৭। যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?

উত্তর: (গ) এ

১৮। সাধারণ ক্রিয়ার পুরাঘটিত বর্তমানকালে বক্তা পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?

উত্তর: (খ) -এছি

১৯। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে?

উত্তর: (ক) তারা মাঠে খেলছিল।

২০। গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?

উত্তর: (খ) তিন

২১। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় , তাকে কী বলে?

উত্তর: (গ) উদ্দেশ্য

২২। ‘ভিক্ষুককে টাকা দাও’।- এটি কোন ধরণের বাক্য?

উত্তর: (ঘ) সরল বাক্য

২৩। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?

উত্তর: (গ) অপাদান কারক

২৪। ‘শরীফ ছবি আকে।’-এই বাক্যটি কোন বাচ্য?

উত্তর: (ক) কর্তাবাচ্য

২৫। উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়?

উত্তর: (খ) সর্বনাম

২৬। একটি শব্দ শোনার সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে, তাকে কী বলে?

উত্তর: (ঘ) বাচ্যর্থ

২৭। ‘কাছাঢিলা’ বাগধারাটির অর্থ কি?

উত্তর: (ঘ)অসাবধান

২৮। ‘আগুন’ শব্দের প্রতিশব্দ কোনটি?

উত্তর: (খ) হুতাশন

২৯। ‘হরণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর: (গ) পূরণ

৩০। ‘উপাধান’ শব্দটির অর্থ কী?

উত্তর: (ক) বালিশ

রাজশাহী বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

ঢাকা বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

দিনাজপুর বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

কুমিল্লা বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

সিলেট বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

বরিশাল বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৩

এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি ২০২৩

এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনি ২০২৩ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই পোস্টটি করা হয়েছে। আমাদের এখানে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি উত্তর গুলো তুলে ধরেছি। আমরা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন কালেক্ট করে তারপর প্রশ্নের সমাধান করে থাকি এবং শিক্ষার্থীদেরকে এসব নির্ভুল উত্তর গুলো জানিয়ে থাকি পোস্টের মাধ্যমে । এবং এসব পোস্ট দেখে শিক্ষার্থীরা উপকৃত হয়। 

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

তোমরা ইতিমধ্যেই লক্ষ করেছো যে আমরা আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইটে এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন 2023 তুলে ধরেছি। তোমরা যারা এখনও SSC পরীক্ষার বাংলা ২য় পত্র সাজেশন দেখো নি তারা এখনি এই লিংক থেকে বাংলা সাজেশন গুলো দেখে নিতে পারো। 

শেষকথা

পৃথিবীর কোন কিছুই শতভাগ নির্ভুল নয়। তাই আমরা বলছিনা আমাদের করা SSC বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান 2023 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর এসএসসি ইংরেজি ১ম পত্র প্রশ্নের সমাধান ২০২৩ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করছি সেদিনও তোমাদেরকে আমাদের সাথে পাবো। সকলেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ। 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*