প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৩ আজ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ রবিবার থেকে শুরু হয়েছে। সাধারণত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয় এসএসসি ২০২৩ পরীক্ষা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারো বাংলা ১ম পত্র পরীক্ষা ২০২৩ দিয়ে আজ এসএসসি পরীক্ষা শুরু হলো। গতবছরও বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয়েছিল SSC পরীক্ষা। তোমরা জেনে খুশি হবে যে আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২৩ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। গতবারও আমরা এসএসসির প্রশ্ন সমাধান করেছিলাম। আজকের এই পোস্টে আমরা SSC বাংলা ১ম পত্রের MCQ প্রশ্ন সমাধান 2023 নিয়ে আলোচনা করবো। এসএসসি বাংলা ১ম পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ । আজকের এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩ দেখুন এখান থেকে। আজকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি বাংলা ১ম পত্র এমসিকিউ পরীক্ষা ২০২৩। আরো দেখুনঃ এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২৪ এবং SSC Bangla 1st Paper MCQ Question solution 2023
তুমি যদি এসএসসি 2023 বাংলা প্রথম পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ।
পরীক্ষার নাম | এসএসসি ও সমমান ২০২৩ |
শিরোনাম | এসএসসি বাংলা ১ম পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ SSC বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন ও উত্তর ২০২৩ |
বিষয়ের নাম | বাংলা ১ম পত্র |
প্রশ্নের ধরণ | বহুনির্বাচনি (MCQ) |
পরীক্ষার তারিখ | ৩০ এপ্রিল ২০২৩ |
বোর্ডের নাম | ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট |
এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ PDF
তুমি যদি এসএসসি 2023 বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং ছবি আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এসএসসি প্রশ্ন সমাধান 2023: বাংলা ১ম পত্র করে দেব ইনশাআল্লাহ।
দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/LekhaporaBD/ ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এস এস সি বাংলা ১ম পত্র এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২৩ পেতে সাহায্য করো।
এসএসসি প্রশ্ন সমাধান 2023: বাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষা-২০২৩
বাংলা (আবশ্যিক) ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ
যশোর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩
প্রশ্ন ও উত্তর:
১। ছাগীদুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করলেন কে?
উত্তরঃ (ঘ) উম্মে মা’বদ
২। সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তাঁর মধ্যে প্রকাশ পেয়েছে-
উত্তরঃ (ক) i ও ii
৩। প্রদীপ রায় ও “আম -আঁটির ভেঁপু” গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
উত্তরঃ (খ) চরম দারিদ্র্য
৪। উদ্দীপকের উদয় – উষা এবং “আম -আঁটির ভেঁপু” গল্পের অপু – দুর্গা উভয়ের ক্ষেত্রেই-
উত্তরঃ
৫। ‘রাখালী’ কাব্যের কবি কে?
উত্তরঃ (খ) জসীমউদ্দীন
৬। “সে সব কাহার জন্ম নির্ণয় না জানি।”- কাদের সম্পর্কে কবি এমন মন্তব্য করেছেন?
উত্তরঃ (ক) i ও ii
৭। “কপোতাক্ষ নদ” কবিতার শেষ পঙক্তি কোনটি?
উত্তরঃ (ঘ) লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।
৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?
উত্তরঃ (ক) রাজা
৯। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
উত্তরঃ (খ) সেইদিন এই মাঠ
১০। উদ্দীপক পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো-
উত্তরঃ (ঘ) i ও iii
১১। নিচের কোন পঙক্তিতে “প্রবোধ দেয়া” ভাব প্রকাশ পেয়েছে?
উত্তরঃ (গ) বলেছে আমরা, মুসলমানদের আড়ং দেখিতে নাই।
১২। উদ্দীপকটির সাথে কোন রচনার সাদৃশ্য পেয়েছে?
উত্তরঃ (গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১৩। পাহাড়পুরের বৌদ্ধবিহার কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ (খ) স্যার কানিংহাম
১৪। “আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে”-
উত্তরঃ (ঘ)
১৫। “তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠল জল”- “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো”- কবিতার এই পঙক্তিতে ‘তরী’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ (খ) ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মঞ্চ।
১৬। মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?
উত্তরঃ (খ)
১৭। বুকের ভেতরের চমতকার নকশ করা রঙিন বাক্স বুধার মধ্যে-
উত্তরঃ
১৮। মুক্তিযুদ্ধভিত্তিক উন্যাস রাইফেল রোটি আওরাত কার রচনা?
উত্তরঃ (ঘ)
১৯। বুঝতে পেরেছি সবার বদান্যতার পরীক্ষা চলছে- হাশেমের এমন বক্তব্য প্রকাশ পেয়েছে-
উত্তরঃ (ক)
২০। “কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে” – বহিপীর এ উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছেন?
উত্তরঃ (ঘ)
২১। উদ্দীপকে ‘রানার’ কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তরঃ (ঘ)
২২। তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে – এমন ধারণা কার?
উত্তরঃ (ক)
২৩। কপোল শব্দের অর্থ কী?
উত্তরঃ (গ)
২৪। সুভা কখন নদীতটে শষ্পশয্যায় লুটিয়ে পড়ে?
উত্তরঃ (গ)
২৫। “কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?”- প্রতাপের এই কথায় সুভার দু:খ পাওয়ার কারণ কী?
উত্তরঃ (গ)
২৬। বইপড়া প্রবন্ধের আলোকে রিমার মেধ্য কোন উদ্দেশ্যটি লক্ষণীয়?
উত্তরঃ (ক)
২৭। ‘বইপড়া’ প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু-
উত্তরঃ (গ)
২৮। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদ এর প্রকৃত নাম কী?
উত্তরঃ (ক)
২৯। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন-
উত্তরঃ (ঘ)
৩০। ইংরেজি ভাষায় ছোটগল্পের জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে?
উত্তরঃ (খ)
রাজশাহী বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
ঢাকা বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
প্রশ্ন ও উত্তর:
১। ‘সওদাগরের ডিঙার বহর’ কোন ঐতিহ্যের ধারক? উত্তরঃ (গ)
২। খোদেজার বুক কাঁপে কেন? উত্তরঃ (ঘ)
৩। কোন ধরণের প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য পায়? উত্তরঃ (ক)
৪। উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? উত্তরঃ (খ)
৫। উদ্দীপকের ‘নিজাম’ ‘কাকতাড়ুয়া’ উন্যাসের বুধার মতো- উত্তরঃ (খ)
৬। শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে? উত্তরঃ (ঘ)
৭। ‘সূর্যাস্ত আইন’ কত সালে প্রণীত হয়? উত্তরঃ (গ)
৮। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘সংসার সমবাঙ্গণ’ বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ (খ)
৯। কপালে কজিতে লাল সালু বেঁধে কারা এসেছিল? উত্তরঃ (গ)
১০। যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়? উত্তরঃ (ক)
১১। সুভা গোঁসাইদের ছেলে প্রত্যপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো কারণ- উত্তরঃ (খ)
১২। দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে? উত্তরঃ (ক)
১৩। দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙক্তেয় মনে হয়েছে? উত্তরঃ (ঘ)
১৪। উদ্দীপকে প্রকাশিত ভাব ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন দিকটি ইঙ্গিত করে? উত্তরঃ (গ)
১৫। উদ্দীপকে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের যে দিক গুলো অনুপস্থিত- উত্তরঃ (ক)
১৬। উত্তরঃ (খ), ১৭। উত্তরঃ (ঘ), ১৮। (খ) , ১৯। উত্তরঃ (ঘ), ২০। উত্তরঃ (ক), ২১। উত্তরঃ (ঘ), ২২। উত্তরঃ (ঘ), ২৩। উত্তরঃ (খ), ২৪। উত্তরঃ (গ), ২৫। উত্তরঃ (ক), ২৬। উত্তরঃ (গ), ২৭। উত্তরঃ (ঘ), ২৮। উত্তরঃ (গ), ২৯। উত্তরঃ (খ), ৩০। উত্তরঃ (গ)।
চট্টগ্রাম বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
ময়মনসিংহ বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
দিনাজপুর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
কুমিল্লা বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
সিলেট বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
বরিশাল বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি ২০২৩
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি ২০২৩ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই পোস্টটি করা হয়েছে। আমাদের এখানে এসএসসি বাংলা প্রথম পত্র বহুনির্বাচনি উত্তর গুলো তুলে ধরেছি। আমরা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন কালেক্ট করে তারপর প্রশ্নের সমাধান করে থাকি এবং শিক্ষার্থীদেরকে এসব নির্ভুল উত্তর গুলো জানিয়ে থাকি পোস্টের মাধ্যমে । এবং এসব পোস্ট দেখে শিক্ষার্থীরা উপকৃত হয়।
এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩
তোমরা ইতিমধ্যেই লক্ষ করেছো যে আমরা আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইটে এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন 2023 তুলে ধরেছি। তোমরা যারা এখনও SSC পরীক্ষার বাংলা ১ম পত্র সাজেশন দেখো নি তারা এখনি এই লিংক থেকে বাংলা সাজেশন গুলো দেখে নিতে পারো।
শেষকথা
পৃথিবীর কোন কিছুই শতভাগ নির্ভুল নয়। তাই আমরা বলছিনা আমাদের করা SSC বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান 2023 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্নের সমাধান ২০২৩ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করছি সেদিনও তোমাদেরকে আমাদের সাথে পাবো। সকলেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।
Leave a Reply