১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৪ ছাত্রীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ টা হতে মাদরাসা অডিটোরিয়ামে কুরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজল, মানকাবাত, যৌথ হামদ,নাত, কালামে আ’লা হযরত পরিবেশ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের বক্তব্য প্রদান, দাখিল নির্বাচনী পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী, ক্লাসে নিয়মিত উপস্থিত,দ্রুত রেসপন্সকারী ইত্যাদি ক্যাটাগরিতে পুরষ্কার, শিক্ষা ও পরীক্ষা সামগ্রী ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে- ছাত্রীদের কে সময়ানুবর্তিতার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান এবং সময়মত পড়াশোনা করে দাখিল পরীক্ষা ভালভাবে সুসম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ছাত্রীদের কে সুন্দর আদর্শে আদর্শবান, সৎ চরিত্রবান ও ধর্মীয় রীতিনীতি-অনুশাসন জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।
উল্লেখ্য যে, অত্র মাদরাসা হতে এবার দাখিল-২০২৪ ইং পরীক্ষায় সর্বমোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে ।
এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।
পরিশেষে পরীক্ষার্থীদের সফলতা,সুস্থতা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
Leave a Reply