মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের আবেদন ২০২২ করবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষবর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রম এর রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ২৭ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৬ নভেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিলিজ স্লিপের জন্যে আবেদন করা যাবে। মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপের আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ

মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন ২০২২ করার শর্তাবলী ও ফরম পূরণ সম্পর্কিত বিষয়াবলীঃ

যারা রিলিজ স্লিপের জন্যে আবেদন করতে পারবেঃ
ক) যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি।
খ) যারা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
গ) যারা ভর্তি বাতিল করেছে।
ঘ) যে সকল প্রার্থী প্রাথমিক আবেদন করেছে এবং কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়েছে।

*উল্লেখ্য যে, কলেজ কর্তৃক যেসকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চায়ন করা হয়নি , সেসকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন রিলিজ স্লিপের জন্য…

লগইন (Login): রিলিজ স্লিপে আবেদনের জন্য শিক্ষার্থীকে এই পোস্টের নিচে দেওয়া লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে Login করতে হবে৷ এক্ষেত্রে শিক্ষার্থীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম Website-এ প্রদর্শিত হবে৷

কলেজ ও বিষয় নির্ধারণঃ রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান/কলেজ Select করলে ঐ প্রতিষ্ঠান/কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা তালিকা দেখতে পাবে৷ এ পর্যায়ে আবেদনকারী তার প্রার্থিত বিষয়ে নির্ধারণ করে এন্ট্রি দিবে৷ এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠান/কলেজে বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে পারবে৷

আবেদন ফরম চূড়ান্তকরণঃ সঠিক তথ্যসহকারে ফরম পূরণ করে প্রথমে Save করে অনলাইনে Submit করলে আবেদনকারী তার নাম, রোল নম্বর, পিন কোড ও কলেজের নাম ও বিষয়সহ একটি নতুন আবেদন ফরম Website এ দেখতে পাবে৷ উক্ত ফরমটি Download করে A4 (8.5”×11”) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে তবে এটি সংশ্লিষ্ট কলেজসমূহে জমা দিতে হবে না এবং কলেজে গিয়ে কোন ফি ও জমা দিতে হবেনা৷

রিলিজ স্লিপের আবেদন ফরম বাতিলকরণঃ রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরও যদি কোন শিক্ষার্থী তার আবেদন ফরমে প্রতিষ্ঠান/কলেজ পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে এই পোস্টের নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে শিক্ষার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এবং একই সংগে ই-মেইলে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে৷ এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মোবাইল নম্বর ও ই-মেইল নম্বর সর্তকতার সংগে আবেদন ফরমে সংযোজন করতে হবে৷

রিলিজ স্লিপের ফলাফলঃ মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ যথাসময়ে প্রকাশ করা হবে৷ রিলিজ স্লিপে আবেদনকারী শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোন সুযোগ থাকবে না৷

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষবর্ষ (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে অনালাইনে আবেদন করুন এখান থেকঃ

অফিসিয়াল সাইট থেকে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নঃ

প্রশ্নঃ আমি যে কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমাকে কি রিলিজ স্লিপের জন্য সেই কলেজে যোগাযোগ করতে হবে?

উত্তরঃ না, আপনাকে অনলাইনেই সবকিছু করতে হবে। কলেজে যোগাযোগ এর কোন প্রয়োজন নেই।

প্রশ্নঃ আমি যে কলেজে প্রাথমিক আবেদন করেছিলাম সে কলেজে কি রিলিজ স্লিপের আবেদন করতে পারবো?

উত্তরঃ যদি আসন ফাঁকা থাকে তাহলে পারবেন, তবে বেশি আসন না থাকলে ঐ কলেজে আবেদন না করাই ভালো হবে।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*