মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২ জানার পদ্ধতি ও ভর্তির তারিখ জেনে নিন

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২ সংক্রান্ত পোস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের ফলাফল ০৯ নভেম্বর ২০২২ তারিখ প্রকাশ হবে। মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ ফলাফল ২০২২ নির্ধারিত দিনে বিকাল ৪টার পর প্রথমে SMS এর মাধ্যমে এবং রাত ৯ টার পর অনলাইনেও প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপের মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ০৯/১১ /২০২২ তারিখ থেকে ১৯/১১ /২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এবং ১৮/১১ /২০২২ তারিখ থেকে ২৬/১১ /২০২২ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে।

মাস্টার্স রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২ সংক্রান্ত নোটিশ

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২ এসএমএস এর মাধ্যমে দেখার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের ফলাফল ২০২২ প্রথমে এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। উল্লেখিত দিনে বিকাল ৪ টার পর উক্ত ফলাফল এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

ফলাফলের নাম

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২

ফলাফল দেখার পদ্ধতি এমএমএস
যা লিখতে হবে NU<space>ATMF<space>Roll No
যে নম্বরে পাঠাতে হবে ১৬২২২
ফলাফল প্রকাশের সময় ০৯ নভেম্বর ২০২২ বিকাল ০৪ টা

 

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ রেজাল্ট ২০২২ অনলাইনে চেক করার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের ফলাফল ২০২২ বা মেধা তালিকা উল্লেখিত দিন রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করেও দেখতে পাবেন।

ফলাফলের নাম মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপ ফলাফল ২০২২
ফলাফল দেখার পদ্ধতি অনলাইন
ফলাফল দেখার ওয়েবসাইটের ঠিকানা NU.AC.BD/admissions
ফলাফল দেখতে যা যা লাগবে রোল নম্বর ও পিন নম্বর
ফলাফল প্রকাশের সময় ০৯ নভেম্বর ২০২২ রাত ০৯টা

অনলাইনে ফলাফল দেখতে ও ভর্তি ফরম পূরণ করতে নিচের লিংকে লগিন করুনঃ

লগিন করতে এখানে ক্লিক করুন


রিলিজ স্লিপের মেধা তালিকায় সুযোগপ্রাপ্তদের ভর্তির তারিখ

বিবরণ তারিখ
মাস্টার্স রিলিজ স্লিপের রেজাল্ট ২০২২ এর মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করার সময়সীমা

০৯/১১ /২০২২ থেকে ১৯/১১ /২০২২

মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তির রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সময়সীমা ১০/১১ /২০২২ থেকে ২০/১১ /২০২২
সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমা

১০-১১ -২০২২ থেকে ২২-১১ -২০২২

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখ

২৩-১১ -২০২২ থেকে ২৯-১১-২০২২

ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবে

  • অনলাইন থেকে মূল আবেদন ফরম – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি/সমমান,এইচএসসি/সমমান, স্নাতক (সম্মান) নিয়মিত/স্নাতকোত্তর প্রথম পর্ব পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • স্নাতক (সম্মান) পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
  • সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

ভর্তি বাতিল সংক্রান্ত সতর্কতা

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ১৭ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*