২০১২ সালের অনার্স ২য বর্ষের পরীক্ষার্থীদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় দারুণ ভাবে করল এক প্রতারণা। হাজার হাজার শিক্ষার্থীদের জীবনে নিয়ে এসেছে হতাশা। এমনিতেই সেশনজট তারপর এই বছর যুক্ত হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি চক্রান্ত। এই বছর ইচ্ছাকৃত ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভূক্ত প্রায় সকল কলেজের শিক্ষার্থীদের শুধু মাত্র (নন-ক্রেডিট) ইংরেজীতে যে ফেল দিয়েছে যা অসম্ভব এবং অবাস্তব। সেই সাথে কেড়ে নিয়েছে অনেক শিক্ষার্থীদের মানষিক মনোবল। তাদের ফেলে দিয়েছে চরম হতাশায়। তাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ২০১২ সালের অনার্স ২য় বর্ষের সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি।
খাতা পূণঃ মূল্যায়নের সুযোগ দিলেও তা যথাযতভাবে দেখা হবেনা। প্রতি বিষয়ে মূল্যায়ণ ফিঃ ৮০০/= তা হল তাদের একটা ব্যবসা। একমাত্র আন্দোলনের মাধ্যমে মিডিয়ায় জানাতে পারলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক নড়বে। তাই আসুন এই আন্দোলনে যোগদিন নিজেদের স্বার্থে।
স্থান- এম সি কলেজ সিলেট।
তারিখ- শনিবার
৮ নভেম্বর ২০১৪ইং শনিবার
সময়- সকাল ১১.০০ঘটিকা।
আয়োজনে- এম সি কলেজের ছাত্র বৃন্দ
মোবাঃ ০১৭৭৫৭৬৯০৬৮/০১৭৩১ ০৭০৫২১/০১৭৪১৭৫৫৩৫০/০১৭২৯৭৮২২২২
Leave a Reply