ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের “খ” ইউনিটে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, শুভেচ্ছা নিও। আজ ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের ভর্তি পরীক্ষা। তোমরা হয়তো এখন বেশ টেনশন এর মধ্যে আছো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত একটু মানষিক চাপে কাটবে তোমাদের সময়। তোমরা অনেকেই হয়তো এখন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছো। তোমাদের সুবিধার্থে প্রশ্নপত্রের সমাধান পোস্ট করে দিলাম। আশা করি তোমাদের উপকারে আসবে।
প্রকাশ হওয়া মাত্র ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পাবেন এই লিঙ্কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ খ ইউনিট এর সাধারন জ্ঞান অংশের সমাধানঃ
★মুত্তিযুদ্ধে মুজিবনগর ছিল- ৮ নং সেক্টর।
★জাতীয় যুবনীতি ২০১৭ অনুসারে যুবকদের বয়সসীমা- ১৮-৩৫ বছর।
★বাংলার প্রাচীন নগর কর্নসুবর্ণের অবস্থান ছিল- মুর্শিদাবাদে।
★সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে- ইলিশ।
★বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে- ১৯৯৫ সালে।
★সেরা চলচিত্র বিভাগে জাতীয় পুরস্কার ২০১৫ লাভ করে- বাপজানের বায়োস্কপ।
★বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন- হুমায়ন।
★ওয়ানগালা উসব উদযাপন করেন- গারোরা।
★লালবাগ কেল্লার আদি নাম- আওরঙ্গবাদ দূর্গ।
★বাংলাদেশের সংবিধান মূলত ভাগ করা হয়েছে- ১১ ভাগে।
★বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষন কেন্দ্র অবস্থিত- বাইতুল ইজ্জতে।
★ঐতিহাসিক ৬ দফায় অন্তর্ভুক্ত ছিল না- বিচার ব্যবস্থা।
★গ্রিন হাউস গ্যাস নয়- অক্সিজেন।
★বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়- বিদ্যুৎ উপাদনে।
★বাংলাদেশ স্কয়ার অবস্থিত- লাইবেরিয়ায়।
★বাংলার স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ।
★মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছে- শিশুমৃত্যুহার হ্রাস।
★তিস্তা নদীর উপত্তিস্থল- সিকিমে।
★ঢা.বি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে।
★বর্তমান বিশ্বে নিউ সিল্ক রুট এর প্রবক্তা কোন দেশ- চীন।
★এ বছর ডিসেম্বর মাসে “ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমনি” যে স্থানে অনুষ্ঠিত হবে- মহাস্থানগড়।
★ইসলামী সহযোগীতা সংস্থার দাপ্তরিক ভাষার সংখ্যা- ৩ টি।
★যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়- ক্যালির্ফোনিয়া।
★ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০২২ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে- কাতারে।
★Surrender at Dacco: Birth of a Nation বইটির লেখক- লে.জে.জে এফআর জ্যাকব
★২০১৬ সালে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ- নরওয়ে।
★মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর- লোহিত সাগর।
★মানবাধিকার যে ধরনের অধিকার- প্রাকৃতিক।
★ইতিহাসের উৎস নয়- পাঠ্যবই।
★’ডি ডের’ সাথে সংশ্লিষ্ট- দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
★বয়স্ক ভাতা যার অন্তর্ভুক্ত- সামাজিক নিরাপত্তা।
★রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা- রাশিয়া।
★এশিয়ার বজ্রপাতের ভূমি হলো- ভূটান।
★যে দেশটি কারও উপনিবেশ ছিল না- থাইল্যান্ড।
★কোনো অপারেটিং সিস্টেম নয়- এমএস ওয়ার্ড।
★ইমরুল কায়েস একজন- কবি।
★আমি হিমালয় দেখিনি, আমি মুজিবকে দেখেছি উক্তিটি করেন- ফিদেল ক্যাস্ত্র
Leave a Reply