জানুয়ারির প্রথম সপ্তাহে ইবির ৪র্থ সমাবর্তন

ইসলমাী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ সমাবর্তন আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জমকালো আয়োজনে সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ উপস্থিত থাকবেন।

বৃহষ্পতিবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সমাবর্তনে স্নাতক ১৯৯৬-৯৭ ও স্নাতকোত্তর ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতক ২০১১-১২ ও স্নাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবছর বিশ্ববিদ্যালয় থেকে ৩৮৪৯০ জনকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ডিগ্রি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*