ইসলমাী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ সমাবর্তন আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জমকালো আয়োজনে সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ উপস্থিত থাকবেন।
বৃহষ্পতিবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সমাবর্তনে স্নাতক ১৯৯৬-৯৭ ও স্নাতকোত্তর ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতক ২০১১-১২ ও স্নাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবছর বিশ্ববিদ্যালয় থেকে ৩৮৪৯০ জনকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ডিগ্রি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।
Leave a Reply