ইবুক রিভিউঃ জানতে চান লেখক হবার মূলমন্ত্র!

জানতে চান লেখক হবার মূলমন্ত্র হল একটি ইবুক যা লেখালেখি শেখার কলাকৌশল বর্ণনা করে। ছাত্র শিক্ষক সবাইকেই কম বেশি লেখালেখি করতে হয়। ইন্টারনেট এর কল্যাণে এখন মনের ক্যানভাসের রঙগুলি কীবোর্ড এর কীগুলোর ক্রমাগত প্রেসের কারণে ফুটে উঠে ইন্টারনেট এর ব্লগ, ফোরাম এবং সোসাইল সাইটগুলোতে।

মানুষ লিখছে। লিখতে লিখতেই হাতে লেখা ফুটে উঠে। কিভাবে নিজের লেখাগুলোকে আরও বেশি আকর্ষণীয় করা যায়, কিংবা কিভাবে নিজের মনের ভাবগুলো আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তা এই বইটি পড়লে জানা যাবে।

 

এক নজরে ইবুকটি…

বইয়ের নামঃ জানতে চান লেখক হবার মূলমন্ত্র!
লেখকঃ সালাউদ্দিন ব্যাপারী
প্রকাশনায়ঃ Bangla Books PDF

ডাউনলোডঃ এখানে ক্লিক করুন

 

তো, ডাউনলোড করুন সালাউদ্দিন ব্যাপারীর লিখিত ইবুক… জানতে চান লেখক হবার মূলমন্ত্র আর শিখুন লেখালেখির কলাকৌশল।

লেখালেখি শেখার মূলমন্ত্র(ইবুক টি থেকে)

————————————————————–

আর্টিকেল লিখার/ লেখালেখি করার মূলমন্ত্রঃ

আমি পড়লাম,

আমি জানলাম।

আমি লিখলাম,

আমি আরও গভীরে জানলাম।

আমি লিখে শেয়ার করলাম,

আমি বিজ্ঞতার সোপানে পা রাখলাম।।

————————————————————–

ভালো থাকুন!

সুস্থ থাকুন!

বই হোক নিত্যসঙ্গী!

বইকে ভালবাসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *