বিসিএস সাধারণ বিজ্ঞানের সিলেবাস বিশ্লেষণ
![]() |
Photo Credit: Steve Bidmead(England) |
মোট ১৫ মার্কসের প্রশ্ন আসবে দৈনন্দিন বিজ্ঞান বা, সাধারণ বিজ্ঞান থেকে। এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে বিজ্ঞান বিষয়টিকে-
১. ভৌত বিজ্ঞান-০৫
২. জীব বিজ্ঞান-০৫
৩. আধুনিক বিজ্ঞান-০৫
জীব বিজ্ঞানের প্রশ্ন বেশী আসে
এক্ষেত্রে যে ভূল ধারণাটি আপনাদের ভিতর ছিল সেটা আশা করি দূর হয়েছে। অনেকে ভাবেন পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং জীববিজ্ঞানে ৫+৫+৫ মার্কস করে মোট ১৫. বিশেষ করে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা এই ভূল বেশী করে থাকেন, তাদের এস এস সি এবং এইচ এস সি পরীক্ষার সাথে মিল খুজতে গিয়ে।
নিচের ভিডিওটি দেখুন, স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে-
ভৌত বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়নবিজ্ঞান। এখানে মৌলিক বিজ্ঞানের ভৌত রূপের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন হয়।
জীব বিজ্ঞান অংশে জীববিজ্ঞানের বিষয়গুলো নিয়ে প্রশ্ন হয়। আর আধুনিক বিজ্ঞানে তিনটি বিষয় নিয়েই প্রশ্ন হয়। স্বভাবতই, বিজ্ঞান অংশের ১৫ তে (৫+৫/৩) টি জীব বিজ্ঞানের প্রশ্ন হওয়ার কথা।
যেহেতু পুরোপুরি সিলেবাস অনুসরণ করা হয় না এবং সেটা সবক্ষেত্রে সম্ভবও না তাই সিলেবাসের সংখ্যার চেয়ে কমবেশী প্রশ্ন হওয়া অস্বাভাবিক নয়।
লেখাটি পূর্বে প্রকাশিতঃ বিসিএস দৈনন্দিন বিজ্ঞান সিলেবাস বিশ্লেষণ
This content was published before at tutorialsbangla.com